Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6345
১.সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
-সর্বনাম ও ক্রিয়া
২.শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় কত ভাগে?
-তিন ভাগে।
৩.পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোন শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
-বালতি।
৪.অপলাপ শব্দের অর্থ কী?
-অস্বীকার।
৫.নিম্নের কোনটি তৎসম শব্দ?
-দধি
৬.জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-স্থাবর।
৭.ঔদ্ধত্য এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-স্থাবর।
৮.প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলা হয়?
-উপমেয়
৯.কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
-হাতাহাতি।
১০.অগ্নি এর সমার্থক নয় কোনটি?
-প্রজ্জলিত
১১.দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-দৃশ+অনীয়
১২.কোনটি শুদ্ধ বানান?
-নির্নিমেষ
১৩.মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
-মাছ+উয়া>ও
১৪.কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
-সতীন।
১৫.দস্ত-ব-দস্ত কথার অর্থ কী?
-হাতে-হাতে।
১৬.কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
-আট কপালে।
১৭.বিদেশী উপসর্গের ব্যবহার রয়েছে কোন শব্দে?
-নাবালক।
১৮.যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ কী?
-হেসে ওঠা।
১৯.আনন্দাশ্রু কোন সমাসের উদাহরণ কী?
-কর্মধারয়।
২০.লোকজ শব্দ ‘দহয়ল’ এর প্রমিত রূপ কী?
-দোয়েল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    1849 Views
    by romen
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    391 Views
    by sajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]