Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6288
১.বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন?
-আবদুল হাকিম।
২.কুজ্ঝটিকা শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে?
-জ্+ঝ।
৩.নিচের কোন বহুবচনটি সঠিক?
-মনুষ্যসকল
৪.কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি?
-প্রভা।
৫.নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
-উৎসাহের অভাব।
৬.আড়চোখে শব্দে আড় উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
-বক্র।
৭.আবার আসিব ফিরে- কবিতাটি কার লেখা?
-কোনটিই নয়
৮.পুটিমাছের প্রাণ বাগধারার অর্থ কী?
-ক্ষীণজীবি
৯.দরদি শব্দের বিপরীত শব্দ কোনটি?
-নির্দয়।
১০.বিচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
-বি+ছেদ
১১.রাঘব বোয়াল বাগধারাটির অর্থ কী?
-কোনটিই নয়।
১২.নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ?
-একাদশ।
১৩.নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
-ফুলবাবু।
১৪.অনেকের মধ্যে এক এর সঠিক বাক্য সংকোচন কী?
-অন্যতম।
১৫.জীবন বিনিময় কবিতাটি কে লিখেছেন?
-গোলাম মোস্তফা।
১৬.অম্বর শব্দটির সঠিক প্রতিশব্দ কী?
-আকাশ।
১৭.মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ একাত্তরের দিনগুলি কে রচনা করেছেন?
-জাহানারা ইমাম।
১৮.ম্যাও ধরা শব্দে ধরা কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়?
-দায়িত্ব নেওয়া।
১৯নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়?
-পূরণবাচক।
২০.গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
-নীর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    1849 Views
    by romen
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    393 Views
    by sajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]