Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6242
১.নিচের কোনটি দ্বিগু সমাস?
-সেতার।
২.বাংলা ভাষার সাধু ও চলিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
-প্রমথ চৌধুরী।
৩.জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-স্থাবর।
৪.বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি হয়েছে?
-কর্তৃকারকে সপ্তমী।
৫.বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
-ব্রাহ্মী লিপি।
৬.কোন রচনাটি পুথি সাহিত্যের অন্তর্গত নয়?
-ময়মনসিংহ গীতিকা।
৭.বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
-সৈয়দ আলী আহসান ।
৮.ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু- গানটির রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৯.নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ?
-রুইতন, হরতন।
১০.চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
-সবুজপত্র।
১১.কোনটি শুদ্ধ বাক্য?
-নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
১২.আগে প্রতিবছর এখানে খেলা হত -এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রভাব লক্ষ করা যায়?
-নিত্যবৃত্ত অতীত।
১৩.কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
-চালকুমড়া।
১৪.তিনি ব্যাকরণে ‘পন্ডিত’ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণ কারকে সপ্তমী।
১৫.নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান?
-আষাঢ়।
১৬.মাছের মা বাগধারার অর্থ কী?
-নিষ্ঠর
১৭.ভাষার মূল উপকরণ কী?
-বাক্য
১৮.ছায়াতরু কোন সমাস?
-মধ্যপদলোপী
১৯.সংস্কার এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-সম্+কার
২০.দাম, কেন্দ্র কোন ভাষার শব্দ?
-গ্রিক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]