Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6205
১.ছাড়পত্র ও হরতাল কাব্যগ্রন্থের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য মারা যান কত বছর বয়সে?
-২১ বছর বয়সে।
২.বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
-মেঘনাদবধ কাব্য।
৩.প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-শামসুর রহমান।
৪.জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নি শব্দগুলো –
-অর্ধ-তৎসম।
৫.ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
-চারটি।
৬.ষড়ঋতু, আষাঢ়, ভাষণ, কোষ শব্দগুলোতে ‘ষ’ এর ব্যবহার হয়েছে –
-স্বভাবতই।
৭.শুদ্ধ+ওদন=শুদ্ধোদন সন্ধিটি কী?
-নিপাতনে সিদ্ধ।
৮.আমি জ্বর জ্বর বোধ করছি। বাক্যে জ্বর জ্বর দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কী বোঝাতে?
-সামান্য বোঝাতে।
৯.তারিখবাচক শব্দের প্রথম তিনটি ক্রম কোন ভাষা থেকে আগত?
-হিন্দি।
১০.অর্থ অনুসারে শব্দ কত প্রকার?
-তিন ।
১১.সামান্য একটু দুধ দাও। বাক্যে সামান্য শব্দটি কী?
-বিশেষনীয় বিশেষণ।
১২.মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কী?
-কবিকঙ্কণ।
১৩.মধ্যযুগের সর্বশেষ কবি কে?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
১৪.মৃন্ময়ী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের অন্তর্গত?
-সমাপ্তি।
১৫.ণ-ত্ব ও ষ-ত্ব বিধান সাধারণত কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
-তৎসম শব্দ।
১৬.আকস্মিক শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-অকস্মাৎ+ষ্ণিক
১৭.গোফ খেজুরে বাগধারাটির অর্থ কী?
-নিতান্ত অলস।
১৮.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
-ভিখারিনী
১৯.ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
-ধাতু বা ক্রিয়ামূল।
২০.অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কার?
-উপসর্গের।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]