Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6113
১.ক্ষুধিতরে অন্ন দাও এখানে ক্ষুধিতরে শব্দটি কোন কারকে প্রয়োগ হয়েছে?
-সম্প্রদানে সপ্তমী।
২.চোখ কপালে তোলা বাগধারার অর্থ কোনটি?
-বিস্মিত হওয়া।
৩.অলীক শব্দের অর্থ কী?
-কপাল
৪.নিচের কোন বানানটি শুদ্ধ?
-নিশীথিনী।
৫.একাত্তরের দিনগুলি কান লেখা?
-জাহানারা ইমামের।
৬.বনফুল কার ছদ্মনাম?
-বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৭.পদ কত প্রকার?
-পাঁচ।
৮.ক্রিয়া পদের মূল অংশকে কী বলা হয়?
-ধাতু।
৯.নিচের কোনটি তৎসম শব্দ?
-চন্দ্র
১০.কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে?
-এখন যাওয়া যেতে পারে
১১.নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
-১৯০৭ সালে।
১২.চন্ডীমন্ডলের আদি কবি কে?
-মানিক দত্ত।
১৩.দো-ভাষী পুথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ছিলেন কে?
-ফকির গরীবুল্লাহ।
১৪.বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
-কৃষ্ণকুমারী।
১৫.ভানুসিংহ কার ছদ্মনাম?
-রবীন্দ্রনাথ ঠাকুরের।
১৬.বাংলা গদ্যের জনক কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৭.বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে?
-মাইকেল মধুসূদন দত্ত।
১৮.বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি?
-কৃপার শাস্ত্রের অর্থভেদ।
১৯.বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বটি কতটি?
-৭টি।
২০.ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী?
-বিশেষভাবে বিশ্লেষণ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]