Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6082
১.বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
-কারক
২.গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ?
-পর্তুগিজ।
৩.কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
-ঐচ্ছিক-অনাবশ্যিক।
৪.দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
-তৃতীয়া বিভক্তি।
৫.অভিরাম শব্দের অর্থ কী?
-সুন্দর
৬.শবরতের শিশির বাগধারাটির অর্থ কী?
-সুসময়ের বন্ধু
৭.বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
-খেলনা
৮.কোনটি শুদ্ধ বানান?
-প্রোজ্জ্বল
৯.জিজীবিষা শব্দটি দিয়ে কী বোঝায়?
-বেঁচে থাকার ইচ্ছা
১০.সর্বাঙ্গীণ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-সর্বাঙ্গ+ঈন
১১.চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
-বৌদ্ধধর্ম
১২.উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
-রমনীপাদ ।
১৩.উল্লিখিত কোন রজনাটি পুথি সাহিত্যের অন্তর্গত নয়?
-ময়মনসিংহ গীতিকা।
১৪.জীবনীকাব্য রচনার জন্য কে বিখ্যাত?
-বৃন্দাবন দাস
১৫.বৈষ্ণব পদাবলির সাথে কোন ভাষা সম্পর্কিত?
-ব্রজবুলি।
১৬.বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৭.শবনম উপন্যাসটি রচনা করেন কে?
-সৈয়দ মুজতবা আলী
১৮.লঙ্কা পায়রা বাগধারাটির অর্থ কী?
-ফুলবাবু।
১৯.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
-ইন্দ্রনাথ।
২০.বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়?
-৩।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    1856 Views
    by romen
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    732 Views
    by kajol
    0 Replies 
    439 Views
    by sajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]