Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6058
১০১ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
উত্তরঃ সৌভাগ্যের বিষয়।
১০২ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
১০৩ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?
উত্তরঃ কবিগান
১০৪ কখনো উপন্যাস লেখেননি
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত
১০৫ কত খ্রিস্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে?
উত্তরঃ ( ১৯২৩ – ৮০)
১০৬ কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা?
উত্তরঃ রোমান্সমূলক উপন্যাস
১০৭ কবর নাটকটির লেখক
উত্তরঃ মুনির চৌধুরী
১০৮ কবি আলাওলের জন্মস্থান কোনটি?
উত্তরঃ চট্রগ্রামের জোবরা
১০৯ কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১১০ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
১১১ কবি গানের প্রথম কবি
উত্তরঃ গোঁজলা পুট
১১২ কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং
১১৩ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
১১৪ কর্মে যার ক্লান্তি নেই’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ অক্লান্ত কর্মী
১১৫ কল্লোল প্রকাশিত হয়
উত্তরঃ ১৯২৩
১১৬ ‘কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
১১৭ কাক ভূষণ্ডির অর্থ কী?
উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি
১১৮ কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১১৯ কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
আনন্দময়ীর আগমনে।
১২০ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা?
উত্তরঃ পত্রিকা
১২১ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তরঃ বাউণ্ডুলের আত্মকাহিনী।
১২২ কার মাথায় হাত বুলিয়েছে। এখানে মাথা শব্দের অর্থ
উত্তরঃ ফাঁকি দেওয়া
১২৩ কার সম্পাদনায় সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
১২৪ কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস
১২৫ কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন
১২৬ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক
উত্তরঃ রামরাম বসু।
১২৭ কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন?
উত্তরঃ ব্রাসি হ্যালহেড।
১২৮ কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা
উত্তরঃ লালন শাহ্
১২৯ ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?
উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার।
১৩০ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
উত্তরঃ ভুসুকুপা
১৩১ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে।
১৩২ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
১৩৩ কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৩৪ কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ নীলদর্পণ
১৩৫ কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তরঃ হাজী শরিয়তউল্লাহ।
১৩৬ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল
১৩৭ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?
উত্তরঃ ১৯৬১ সালে
১৩৮ কোনটি ‘কোলন’
উত্তরঃ :
১৩৯ কোনটি বাক্যের গুণ নয়?
উত্তরঃ আসক্তি
১৪০ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?
উত্তরঃ বীরাঙ্গনা
১৪১ কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?
উত্তরঃ মনীষা মঞ্জুষা
১৪২ কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?
উত্তরঃ মরুভাস্কর
১৪৩ কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৭৫৩ সালে
১৪৪ ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়
উত্তরঃ ধাতু
১৪৫ ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
১৪৬ ক্রিয়াপদের মূল অংশকে বলে
উত্তরঃ ধাতু।
১৪৭ ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন
উত্তরঃ ক্ষমার্হ
১৪৮ ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্ধমান
১৪৯ গাছপাথর’ বাগধারাটির অর্থ হিসাব-
উত্তরঃ নিকাশ
১৫০ গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন
উত্তরঃ W B Yeats
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    40 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3249 Views
    by apple
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]