Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5977
১.বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে?
-প্রমথ চৌধুরী।
২.বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
-৩টি।
৩.নিচের কোনটি ’ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?
-পোশাক
৪.দ্যুলোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-দিব্+লোক
৫.সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?
-অগ্রনায়ক।
৬.পুকুরে মাছ আছে-এখানে পুকুর কোন অধিকরণ কারক?
-ঐকদেশিক অধিকরণ।
৭.ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
-কৃৎ প্রত্যয়।
৮.ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
-চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়।
৯.সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে কী হয়?
-প্রত্যুদগমন
১০.পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
-পর্তুগিজ।
১১.তামার বিষ বাগধারাটির অর্থ কী?
-অর্থের কুপ্রভাব।
১২.গুণহীনের ব্যর্থ আস্ফালন অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
-অসারের তর্জন-গর্জন সার।
১৩.বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
-পরাভব।
১৪.বীণাপাণি সমস্ত পদটি কোন সমাস?
-ব্যধিকরণ বহুব্রীহি।
১৫.বাংলা বর্ণমালার উৎস কী?
-ব্রাহ্মী লিপি।
১৬.খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ?
-ইংরেজি+তৎসম।
১৭.সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তাকে কী বলে?
-কমা।
১৮.শিরে-সংক্রান্তি বাগধারাটির অর্থ কী?
-আসন্ন বিপদ।
১৯.নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
-ক্ষুদ্রার্থে।
২০.বাংলা সাধু ভাষার জনক কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    198 Views
    by tasnima
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]