Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5813
৫১ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৫২ ”মিলির হাতে স্টেনগান” গল্পটি কার লেখা?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
৫৩ Ballad কি?
উত্তরঃ গাথা
৫৪ Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?
উত্তরঃ ভোগ্যপণ্য
৫৫ Excise duty পরিভাষা কোনটি
উত্তরঃ আবগারি শুল্ক
৫৬ Intellectual’ শব্দের বাংলা অর্থ
উত্তরঃ বুদ্ধিজীবী
৫৭ Null and void এর পরিভাষা
উত্তরঃ বাতিল
৫৮ Ode কী?
উত্তরঃ খন্ড কবিতা
৫৯ The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৬০ অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল
উত্তরঃ সমক্ষ
৬১ অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস
৬২ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তরঃ নঞর্থক
৬৩ ‘অনলপ্রবাহ’ রচনা করেন
উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
৬৪ ‘অপ’ কী ধরনের উপসর্গ ?
উত্তরঃ সংস্কৃত
৬৫ অপলাপ শব্দের অর্থ কী?
উত্তরঃ অস্বীকার
৬৬ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল
উত্তরঃ অন্ত্যমিল নেই
৬৭ অর্ধচন্দ্র’ এর অর্থ
উত্তরঃ গলাধাক্কা দেওয়া
৬৮ অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
৬৯ আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী।
৭০ আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা
উত্তরঃ প্রলয়োল্লাস
৭১ আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
উত্তরঃ নীরদচন্দ্র চৌধুরী
৭২ ‘আধ্যাত্মিক। ‘উপন্যাসের লেখক কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিএ
৭৩ আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে
উত্তরঃ পর্তুগীজ ভাষা হতে
৭৪ আনোয়ারা গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ নজিবর রহমান
৭৫ আন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তরঃ ১৯৯৯
৭৬ আবোল তাবোল’ কার লেখা?
উত্তরঃ সুকুমার রায়
৭৭ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা
উত্তরঃ আবুল মনসুর আহমদ
৭৮ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
৭৯ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহামুদ
৮০ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়
উত্তরঃ ভারতচন্দ্র রায়।
৮১ আমার সন্তান যেন থাকে দুধেভাতে এ প্রার্থণাটি করেছে
উত্তরঃ ঈশ্বরী পাটনী
৮২ আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
৮৩ আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
৮৪ ইউসুফ জোলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
৮৫ ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
উত্তরঃ ঐচ্ছিক
৮৬ ইয়ং বেঙ্গল কি?
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক
৮৭ ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
উত্তরঃ জ্ঞানা্ঙ্কুর
৮৮ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
উত্তরঃ সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
৮৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?
উত্তরঃ কমেডি অব এররস
৯০ উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
উত্তরঃ প্রত্যয়জনিত
৯১ উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ রশীদ করিম
৯২ উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস
৯৩ উপরোধ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ অনুরোধ
৯৪ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য
উত্তরঃ উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
৯৫ উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে লাঠি ও ভাঙ্গে
৯৬ এ মাটি সোনার বাড়া’এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বিশেষনের অতিশায়ন
৯৭ এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?
উত্তরঃ বিশেষণ
৯৮ এক কথায় প্রকাশ কর: ‘যা বলা হয় নি
উত্তরঃ অনুক্ত
৯৯ একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?
উত্তরঃ সোনার তরি
১০০ একাত্তরের চিটি কোন জাতিয় রচনা?
উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    108 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3302 Views
    by apple
    0 Replies 
    130 Views
    by raihan
    0 Replies 
    573 Views
    by sajib
    0 Replies 
    379 Views
    by kajol

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]