Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5767
১ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ
২ “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” এর রচিয়তা মাহবুব উত্তরঃ আলম চৌধুরী
৩ ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
উত্তরঃ শুল্ক
৪ ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল
উত্তরঃ অবচেতন
৫ ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ
উত্তরঃ প্রজ্ঞা
৬ ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
হূমায়ুন আজাদ
৭ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
৮ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ
৯ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান
১০ ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
১১ ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তরঃ যৌগিক স্বরধনি
১২ ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
উত্তরঃ দেশি উপসর্গ
১৩ ‘কবর’ নাটক কার রচনা?
উত্তরঃ মুনীর চৌধুরী
১৪ ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
১৫ ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
১৬ ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১৭ ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
১৮ ‘জলে-স্থলে’ কী সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
১৯ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তরঃ আলালের ঘরের দুলাল।
২০ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন
উত্তরঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।
২১ ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ অর্থ কী ?
উত্তরঃ ঠোটের পরশে পান লাল হইল।
২২ ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?
উত্তরঃ প্রমথ চোধুরী
২৩ ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ?
উত্তরঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
২৪ ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
২৫ ‘প্রভাত চিন্তা,নিভৃত চিন্তা’,’নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা
উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ
২৬ ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৭ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২
২৮ ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ উদাসীন
২৯ ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি
উত্তরঃ সরল বাক্য
৩০ ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা
উত্তরঃ মাওলানা আকরাম খাঁ
৩১ ‘মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
উত্তরঃ মাছ+উয়া(ও)
৩২ ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
৩৩ ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে
উত্তরঃ আরবি ভাষা থেকে
৩৪ ‘সব কটা জানালা খুলে দাও না” এর গীতিকার কে?
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
৩৫ ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – কে বলেছেন?
উত্তরঃ চণ্ডীদাস
৩৬ ‘সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তরঃ সিকান্দার আবু জাফর।
৩৭ ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
৩৮ ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
উত্তরঃ আল মাহমুদ
৩৯ ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম
উত্তরঃ ফররুখ আহমদ
৪০ “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।” রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পূজা
৪১ “চাঁদের হাট’ অর্থ কী?
উত্তরঃ প্রিয়জন সমাগম
৪২ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা উত্তরঃ শিখা
৪৩ “তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? ‘ এই প্রবাদটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
৪৪ “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
৪৫ “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪৬ “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ বিষাদ সিন্ধু
৪৭ “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন
৪৮ “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
৪৯ “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” রচয়িতা
উত্তরঃ অতুল প্রসাদ সেন
৫০ “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”এই উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চেীধুরী

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    51 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3261 Views
    by apple
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    439 Views
    by sajib
    0 Replies 
    274 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]