Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5674
১.পশ্চিমাঞ্চলের সব জেলাসমূহে’ – বাক্যাংশটি কোন কারণে অশুদ্ধ?
-বহুবচনের অপপ্রয়োগজনিত।
২.বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
-২৫টি।
৩.ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
-বর্ণ।
৪.হাত, ফুল, বই কোন ধরনের শব্দ?
-মৌলিক শব্দ।
৫.বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ অবদান রয়েছে –
-ফোর্ট উইলিয়াম কলেজের।
৬.বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
-চোখের বালি।
৭.কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
-বাধন-হারা।
৮.বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক কোনটি?
-শর্মিষ্ঠা ।
৯.বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
-কৃষ্ণকুমারী।
১০.বাংলা টপ্পা গানের জনক কে?
-রামনিধি গুপ্ত।
১১.গায়ক, কর্তব্য, বাবুয়ানা কোন ধরনের শব্দ?
-যৌগিক শব্দ।
১২.সন্ধি ব্যাকরনের কোন অংশের আলোচ্য বিষয়?
-ধ্বনিতত্ত্বে।
১৩.অতলস্পর্শী শব্দটির সঠিক প্রয়োগ কী?
-অতলস্পর্শ।
১৪.ধাতু বা ক্রিয়ার সাথে কোন প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
-কৃৎ প্রত্যয়।
১৫.কোন প্রত্যয়যুক্ত পদে ‘ষ’ হয় না?
-সাৎ।
১৬.বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?
-শাহ মুহম্মদ সগীর।
১৭.বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
-ভারতচন্দ্র।
১৮.চন্ডীমঙ্গল ধারার প্রধান কবি কে?
-মুকুন্দরাম চক্রবর্তী।
১৯.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড আছে কতটি?
-১৩টি।
২০.প্রাগৈতিহাসিক কার রচনা?
-মানিক বন্দোপাধ্যায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    212 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]