Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5627
১.কর্তৃপক্ষগণ শব্দটির শুদ্ধ প্রয়োগ কোনটি?
-কর্তৃপক্ষ।
২.আয়ত্তাধীন ও কেবলমাত্র যে কারণে অশুদ্ধ তা হলো কী?
-শব্দের গঠনগত।
৩.সার্কভুক্ত অন্যান্য দেশগুলো বাক্যটি কোন কারণে অশুদ্ধ?
-বহুবচনের অপপ্রয়োগজনিত।
৪.মন্ত্রীপরিষদ কোন কারণে অশুদ্ধ?
-বানানগত
৫.অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ কত প্রকার?
-তিন।
৬.রাজপূত, মহাযাত্রা, জলধি, পঙ্কজ, কোন ধরনের শব্দ?
-যোগরূঢ়।
৭.রাজা-বাদশাহ মিশ্র শব্দটি কোন দুটি ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
-তৎসম+ফারসি।
৮.বাংলা ভাষার ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতটি?
-৫টি।
৯.বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
-আটটি।
১০.স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
-কার।
১১.যৌগিক স্বরধ্বনিকে কী বলে?
-যৌগিক স্বর।
১২.উষ্মধ্বনি কতটি?
-চারটি।
১৩.বাংলা স্বরবর্নের দীর্ঘস্বর কতটি?
-৭টি।
১৪.গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
-তিন।
১৫.একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে কতটি?
-তিনটি।
১৬.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি
-৬৫০-১২০০ খ্রি.।
১৭.বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি?
-চর্যাপদ।
১৮.চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কে?
-কাহ্ণপা।
১৯.চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত?
-মাত্রাবৃত্ত।
২০.বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কে?
-সাবিরিদ খান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]