Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5601
১.বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কোন ছন্দে রচিত?
-মাত্রাবৃত্ত।
২.যেখান থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় –
-নেপালের রাজগ্রন্থশালা থেকে।
৩.মৈমনসিংহ গীতিকা অনূদিত হয় কতটি ভাষায়?
-২৩ টি ভাষায়।
৪.বেহুলা লখিন্দর এর কাহিনী পাওয়া যায় কোথায়?
-মনসামঙ্গল কাব্যে।
৫.কোন পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয়?
-সংবাদ প্রভাকর।
৬.মুখরা রমণী বশীকরণ নাটকের রচয়িতা কে?
-মুনীর চৌধুরী।
৭.বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য কোনটি?
-রামরাম বসুর লিপিমালা।
৮.স্বাধীনতা হীনতায় কে বাঁচিয়ে চায়-পঙক্তিটির রচয়িতা কে?
-রঙ্গলাল বন্দোপাধ্যায়।
৯.রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি লাভ করেন কত সালে?
-১৯১৫ সালে।
১০.কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা কতটি?
-তিনটি।
১১.সাঝের মায়া কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
-সুফিয়া কামাল।
১২.আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা কোন জাতীয় গ্রন্থ?
-উপন্যাস।
১৩.গবেষণা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-গো+এষণা
১৪.বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-বৃহৎ+পতি।
১৫.আঠারো মাসে বছর বাড়ধারাটির অর্থ কী?
-দীর্ঘসূত্রিতা।
১৬.মুক্তি শব্দের বিপরীত শব্দ কোনটি?
-বন্ধন।
১৭.কুমুদিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের নায়িকা?
-যোগাযোগ।
১৮.বাংলা সাহিত্যে স্বভাবকবি হিসেবে পরিচিত কে?
-গোবিন্দচন্দ্র দাস।
১৯.বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি কোথা থেকে এসেছে?
-সংস্কৃত ভাষা থেকে।
২০.আগমণে কোনো তিথি নেই যার এককথায় কী হবে?
-অতিথি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by tasnima
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    273 Views
    by shihab
    0 Replies 
    956 Views
    by mousumi

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]