Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5568
১.লাজ শব্দটি কোন পদ?
-বিশেষ্য।
২.ইঁদুর কপালে এর সমার্থক বাগধারা কোনটি?
-ঊনপাঁজুরে।
৩.কোনটি শুদ্ধ বানান?
-প্রত্যুদগমন
৪.তুর্কি ভাষার শব্দ কোনগুলি?
-চাকু, তোপ।
৫.বিহগ এর সমার্থক শব্দ নয় কোনটি?
-প্রসূন।
৬.আমি জাহান্নামের আগুণে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটি কোন কবিতার?
-বিদ্রোহী।
৭.বিহগ এর সমার্থক শব্দ কোনটি?
-প্রসূন ।
৮.ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে যেন –
-অব্যয়।
৯.বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে-এ বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
-কর্তায় ৭ মী।
১০.যে নারীর স্বামী ও পুত্র নেই। এর বাক্য সংকোচন কোনটি?
-অবীরা।
১১.কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
-তাসের ঘর ।
১২.মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
-মনস+ঈষা
১৩.মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
-মালিকা।
১৪.কাজী নজরুল ইসলাম নিম্নের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
-সঞ্চিতা।
১৫.ভানুমতির খেল প্রবচনটির অর্থ কী?
-ভেলকিবাজি।
১৬.সংশপ্তক কোন জাতীয় গ্রন্থ?
-উপন্যাস।
১৭.গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ?
-বহুব্রীহি।
১৮.নীলিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-নীল+ইমন।
১৯.আবোল তাবোল গ্রন্থটি কে লিখেছেন?
-সুকুমার রায়।
২০.বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে?
-মাইকেল মধুসূদন দত্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    930 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]