Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5567
১.আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
-আওভায়োক।
২.আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-চিরন্তন
৩.উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
-প্রত্যয়জনিত।
৪.কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
-নিত্য সমাস
৫.কোন বানানটি শুদ্ধ?
-সমভিব্যাহারে
৬.খগ শব্দটির অর্থ কী?
-পাখি।
৭আমি কোন পুরুষ?
-উত্তম পুরুষ।
৮.এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বসি সমষ্টিকে কী বলে?
-অক্ষর
৯.শুধু বিঘে দুই ছিল মোর ভুই এখানে ভুই কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে শূণ্য।
১০.অনেকের মধ্য একজন এক কথায় কী হবে?
-অন্যতম।
১১.জগ মোহন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-জগ+মোহন।
১২.ক্রোধ শব্দের বিপরীত শব্দ কোনটি?
-ক্ষমা
১৩.ফুলে মধু আছে বাক্যটির ফুল কোন কারক?
-অধিকরণ।
১৪.হা-হুতোশ শব্দে হা কী বোঝায়?
-অভাব।
১৫.বিষাদ সিন্ধু কার লেখা বই?
-মীর মোশাররফ হোসেন
১৬.রাজীব শব্দের সমার্থক শব্দ কোনটি?
-পদ্মফুল।
১৭.কোন বানানটি ভুল?
-ইতোমধ্যে।
১৮.সাহেব শব্দের বহুবচন কোনটি?
-সাহেবান।
১৯.মহানবী কোন সমাস?
-কর্মধারয়।
২০.অম্বু শব্দের অর্থ কী?
-পানি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]