Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5534
১.পরাভব শব্দে পরা উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-বিপরীত।
২.এক কথায় প্রকাশ করুন: যে নারীর হাসি সুন্দর।’
-সুস্মিতা
৩.কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
-ধূমকেতু।
৪.সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়?
-ধ্বনিতত্ত্বে।
৫.ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততার অনুপযোগী?
-সাধুরীতি।
৬.নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কী?
-শব্দ।
৭.চোখ পাকানো বাগধারাটির সঠিক অর্থ কী?
-ক্রোধ দেখানো।
৮.কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত?
-সত্যেন্দ্রনাথ দত্ত
৯.তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত?
-ওলন্দাজ।
১০.বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?
-৩টি।
১১.হা-ঘরে বাগধারাটির অর্থ কী?
-গৃহহীন
১২.দেখিয়া শব্দের চলিত রূপ কী?
-দেখে ।
১৩.বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯১১ সালে।
১৪.এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
-স্যার উইলিয়াম জোন্স।
১৫.বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
-দিগদর্শন।
১৬.রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় কত সালে?
-১৯১০ সালে।
১৭.মৈনাক ছদ্মনামে লিখতেন কে?
-কবি শামসুর রহমান।
১৮.কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান কত বছর বয়সে?
-২১ বছর।
১৯.বাংলা সাহিত্যে চলিত রীতি ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন কে?
-প্রমথ চৌধুরী।
২০.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
-আত্মচরিত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    930 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]