Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5493
১.ঈ-প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি?
-ছাত্রী।
২.বৃক্ষ শব্দের সমার্থক নয় কোনটি?
-অম্বু।
৩.ঢাকের কাঠি বাগধারার অর্থ কী?
-মোসাহেব।
৪.যা পূর্বে ছিল এখন নেই?
-ভূতপূর্ব।
৫.অমরা শব্দের অর্থ কী?
-স্বর্গ।
৬.কোনটি যোগরূঢ় শব্দ?
-পঙ্কজ।
৭.বাক্যেল অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ-বিন্যাসকে কী বলে?
-আসত্তি
৮.প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
-প্রতি+উষ।
৯.দশে মিলে করি কাজ এখানে দশে কোন কারকে কেনা বিভক্তি?
-কর্তৃকাকে ৭মী।
১০.ফি-বছর এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
-বছর বছর
১১.পর্বত এর বিশেষণ কোনটি?
-পার্বত্য ।
১২.শুদ্ধ বানান কোনটি?
-শিরঃপীড়া
১৩.কর দান করে যে এক কথায় কী হবে?
-অনিকেত ।
১৪.পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত?
-পর্তুগিজ।
১৫.বিরামচিহ্ন ব্যবহৃত হয় কীসের জন্য?
-বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য।
১৬.তুলা ও বণ্য শব্দের চলিত রূপ কোনটি?
-তুলো ও বুনো।
১৭.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
-প্রাকৃত ভাষা থেকে।
১৮.মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি?
-ভাষা।
১৯.ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততার উপযোগী?
-চলিত রীতি।
২০.তিনি চট্টগ্রাম যাচ্ছেন এর কারক বিভক্তি কোনটি?
-অধিকরণে শূন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]