Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5492
১.মোহ্যমান’কে ’মুহ্যমান’ লেখা কোন ধরনের অপপ্রয়োগের দৃষ্টান্ত?
-শব্দের গঠনগত।
২.সমৃদ্ধশালী শব্দটি কোন কারণে অশুদ্ধ?
-শব্দ গঠনজনিত ।
৩.’উল্লেখিত’ শব্দটি যে কারণে অশুদ্ধ –
-বানানগত।
৪.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি?
-১২০১-১৩৫০ খ্রি.।
৫.ভাষার মূল উপাদান কোনটি?
-ধ্বনি।
৬.মাত্রাহীন স্বরধ্বনি কতটি?
-৪টি।
৭.নাসিক্য বর্ণকে কী বলা হয়?
-আনুনাসিক বা সানুনাসিক ।
৮.স্বরবর্ণের অর্ধমাত্রার একমাত্র বর্ণ কোনটি?
-ঋ।
৯.উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
-৫ ভাগে।
১০.ঢেঁকি, পাতিল, ডাব কোন ধরনের শব্দ?
-দেশি শব্দ।
১১.খাটি বাংলা শব্দকে কী বলা হয়?
-তদ্ভব শব্দ।
১২.সেখানে কেউ নেই বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
-জায়গাটি নির্জন।
১৩.মা ছিল না বলে কেউ তার চুল বেধে দেয় নি এটি কোন ধরনের বাক্য?
-সরল বাক্য।
১৪.বাক্যের দুটি অংশ কী কী?
-উদ্দেশ্য ও বিধেয়।
১৫.শ্রীকৃষ্ণকীর্তন নামটি প্রদান করেন কে?
-বসন্তরঞ্জন রায়।
১৬.মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
-বৈষ্ণব পদাবলি।
১৭.বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি কে?
-চন্ডীদাস।
১৮.ড.হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কোনটি?
-মহামহোপাধ্যায়।
১৯.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে খন্ড আছে কতটি?
-১৩টি।
২০.বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যে নাম কী?
-মনসাবিজয়।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  51 Views
  by anindasm
  0 Replies 
  48 Views
  by anindasm
  0 Replies 
  32 Views
  by anindasm
  1 Replies 
  30 Views
  by kausar
  0 Replies 
  19 Views
  by anindasm