Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5473
১.মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
-ভাষা
২.ভাষার জগতে বাংলার স্থান কততম?
-৭ম।
৩.কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
-বঙ্গ-কামরূপী।
৪.বাংলা ভাষার উৎস কোনটি?
-ইন্দো-ইউরোপীয়।
৫.মৌলিক শব্দ কোনটি?
-গোলাপ
৬.হরতাল শব্দটি কোন ভাষার?
-গুজরাটি।
৭.মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-মনস+ঈষা
৮.লিঙ্গ শব্দের অর্থ কী?
-চিহ্ন
৯.দুটি পুরুষবাচক শব্দ কোনটির?
-ননদ
১০.কোনটিতে বহুবচনের ব্যবহার অশুদ্ধ?
-ছাত্রপুঞ্জ।
১১.মনসামঙ্গলের চরিত্র কোনটি?
-মনসা
১২.সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহার করেন কে?
-ব্রাসি হ্যালহেড।
১৩.সর্বপ্রথম কাকে ইংরেজ মিশনারি হিসেবে এ দেশে পাঠানো হয়?
-উইলিয়াম কেরি ও উইলিয়াম টমাসকে।
১৪.ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল?
-১৮৫৪ সাল পর্যন্ত।
১৫.কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
-মানব-মুকুট।
১৬.সাম্য গ্রন্থের রচয়িতা কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৭.দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা –
-আখতারুজ্জামান ইলিয়াস।
১৮.কোনটি হযরত মুহাম্মদ (সা) এর জীবনী গ্রন্থ?
-মরু ভাস্কর।
১৯.একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?
-হাসান হাফিজুর রহমান।
২০.আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ?
-নীরদচন্দ্র চৌধুরী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    246 Views
    by shihab
    0 Replies 
    938 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]