Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5413
প্রশ্নোত্তর: পার্ট-০১
১.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কতটি?
-১০টি।
২.’ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
-জিহ্বামূল।
৩.আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি?
-আওভান।
৪.কোন বানানটি সঠিক?
-মহর্ষি।
৫.কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
-ত-বর্গ।
৬.গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-গো+পদ।
৭.ছিন্ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
-ছিদ+ক্ত।
৮.পাউরুটি শব্দটি কোন ভাষার?
-পর্তুগিজ।
৯.কোনটি দেশি শব্দ?
-খোঁপা।
১০.বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কতটি?
-২১টি।
১১.হের ঐ দুয়ারে দাড়িয়ে কে? বাক্যে ব্যবহৃত হের কোন শব্দ?
-অজ্ঞাতমূল।
১২.গোবর গণেশ বাগধারাটির অর্থ কী?
-মুর্খ।
১৩.চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা কত?
-সাড়ে ছেচল্লিশটি।
১৪.লাইলী মজনু কাব্যের মূল উৎস কী?
-আরবি লোকগাঁথা।
১৫.বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনের কোন পত্রিকার অবদান বেশি?
-সবুজপত্র।
১৬.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
-ফুলমনি ও করুণার বিবরণ।
১৭.বাংলা নাটকে সর্বপ্রথম সার্থক দ্বন্দ্বমূলক প্রবর্তক কে?
-মাইকেল মধুসুদন দত্ত
১৮.ভাষাভাষী শব্দের যথার্থ প্রয়োগ কী?
-ভাষী।
১৯.বাক্যের গঠনগত দিক কতটি?
-৩টি।
২০.মনসামঙ্গলের আদি কবি কে?
-কানা হরিদত্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    930 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]