Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5387
১.সমস্যমান পদ কাকে বলে?
-যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
২.সমস্ত পদ কাকে বলে?
-সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্তপদ বলে।
৩.কার সম্পাদনায় ও কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রথম প্রকাশিত হয়?
-বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় ১৯১৬ সালে।
৪.লোকসাহিত্য কী?
-বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট দিক হচ্ছে লোকসাহিত্য।
৫.ড. দীনেশচন্দ্র সেন সম্পাদিত লোকসাহিত্যের নাম কী?
-ময়মনসিংহ গীতিকা।
৬.ময়মনসিংগ গীতিকার সংগ্রাহক কে?
-চন্দ্রকুমার দে।
৭.ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়?
-২৩টি।
৮.ময়মনসিংহ গীতিকায় কোন চরিত্র বিশেষ মর্যাদা পেয়েছে?
-নারী চরিত্র।
৯.বাংলাভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
-পাঁচভাগে।
১০.কয়েকটি তৎসম শব্দের উদাহরণ দাও।
-প্রস্তুর, হস্ত ,স্বন্ধ্যা, চন্দ্র ইত্যাদি।
১১.চা লিচু কোন ভাষার শব্দ?
-চৈনিক ভাষার।
১২.দুটি পর্তুগিজ ভাষা কী কী?
-আলপিন, আনারস।
১৩.ফুঙ্গি কোন ভাষার শব্দ?
-বর্মি।
১৪.এক কথায় প্রকাশ করুন ‘নিতান্ত দগ্ধ হয় যে সময়ে’।
-নিদাঘ।
১৫.ধূম উদগীরণ করছে যা’
-ধূমায়মান।
১৬.ভূত, ভবিষ্যৎ ও বর্তমান যানেন যিনি –
-ত্রিকালজ্ঞ
১৭.যে নারী গোপনে প্রিয়জনের সাথে মিলিত হয় –
-অভিসারিণী।
১৮.ডালিম কুমার জসীমউদ্দীনের কোন জাতীয় গ্রন্থ?
-শিশুতোষ গ্রন্থ।
১৯.কাকে আধুনিক কবি বলে অভিহিত করা হয়?
-শামসুর রহমানকে।
২০.বাংলায় কতটি বর্ণমালা আছে?
-৫০টি।
২১.বাংলা ভাষায় অর্থমাত্রা কতটি?
-৮টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    808 Views
    by sajib
    0 Replies 
    566 Views
    by kajol
    0 Replies 
    1005 Views
    by rafique
    0 Replies 
    262 Views
    by tasnima
    0 Replies 
    556 Views
    by tamim

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]