Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5278
১.চর্যাপদ আবিষ্কৃত হয় ---
-নেপালের রাজদরবার থেকে ১৯০৭ সালে।
২.বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
-চন্ডীদাস।
৩.ইউসুফ জুলেখা প্রণয়কাব্য রচনা করেছেন কে?
-শাহ মুহম্মদ সগীর।
৪.তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে?
-অদ্বৈত মল্লবর্মণ।
৫.বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
-কৃষ্ণকুমারী।
৬.সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
-মুক্তিযুদ্ধ।
৭.ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
-বিশেষভাবে বিশ্লেষণ।
৮.বাংলা ভাষার খাটি বাংলা উপসর্গ রয়েছে কতটি?
-২১টি।
৯.গাঁয়ে মানে না আপনি মোড়ল এর কারক ও বিভক্তি –
-কর্তায় ৭মী।
১০.কুলটা, বিধবা, সপত্মী, অসূর্যম্পশ্যা প্রভৃতি কী শব্দ?
-নিত্য স্ত্রীবাচক শব্দ।
১১.কবিরাজ, ঢাকী, কৃতদার প্রভৃতি কী শব্দ?
-নিত্য পুরুষবাচক শব্দ।
১২.আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি প্রভৃতি কী?
-অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন জ্ঞাপক শব্দ।
১৩.মন রূপ মাঝি=মনমাঝি কোন সমাস?
-রূপক কর্মধারয়।
১৪.নায়ক শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-√নী+ণক।
১৫.হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ প্রভৃতি কোন ধরনের শব্দ?
-রূঢ়ি শব্দ।
১৬.একটি সার্থক বাক্যের কতটি গুন থাকে?
-তিনটি।
১৭.পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি?
-অচল, অদ্রি, গিরি, পাহাড় ইত্যাদি।
১৮.মঙ্গলকাব্যের মূল উপজীব্য কী?
-দেবদেবীর গুণগান।
১৯.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি আবিষ্কার করেন কে?
-বসন্তরঞ্জন রায়।
২০.বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য কোনটি?
-রামরাম বসুর লিপিমালা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    367 Views
    by shohag
    0 Replies 
    335 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1173 Views
    by rajib
    0 Replies 
    557 Views
    by tamim
    0 Replies 
    436 Views
    by raja

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]