Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5215
১.সাত ঘাটের কানাকড়ি প্রবাদ প্রবচনটির অর্থ কী?
-অকিঞ্চিৎকর সংগ্রহ।
২.অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে-পঙক্তির স্রষ্টা কে?
-সুধীন্দ্রনাথ দত্ত।
৩.সন্ধির প্রধান সুবিধা কী?
-উচ্চারনের সুবিধা ।
৫.কুইনাইন কোন ভাষার শব্দ?
-পেরু।
৬.মেঘ এর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?
-পাদপ।
৭.আকুঞ্চন এর বিপরীত শব্দ কোনটি?
-প্রসারণ।
৮.লৌকিক ছন্দ কাকে বলে?
-স্বরবৃত্তকে।
৯.শুদ্ধ বানান নয় কোনটি?
-কৌতুহল।
১০.নিত্য পুরুষবাচক শব্দ নয় কোনটি?
-জমিদার।
১১.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি?
-চন্ডালিকা।
১২.বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য?
-সরল বাক্য।
১৩.রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
-কৃষ্ণকান্তের উইল।
১৪.নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
-গায়ক।
১৫.নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ?
-লাল> নাল।
১৬.বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের অধিকর্তা কে?
-মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
১৭.বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে?
-জসীমউদ্দীন।
১৮.পুঁথিগত কোন ধরনের সমাসবদ্ধ পদ?
-তৎপুরুষ।
১৯.শতেক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-শত+এক
২০.আকস্মিক শব্দের বিপরীত শব্দ কোনটি?
-চিরন্তন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]