Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5204
১.চর্যাপদে সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন কে?
-কাহ্নপা, ১৩টি।
২.কোরেশী মাগন ঠাকুর কোন রাজ্যসভার বাঙালি কবি ছিলেন?
-রোসাঙ্গ।
৩.পদ্মাবতী, তোহফা, এবং হপ্ত পয়কর গ্রন্থগুলোর রচয়িতা কে?
-আলাওল।
৪.অগ্নিবীণা কাব্যগ্রন্থটির প্রথম কবিতা কোনটি?
-প্রলয়োল্লাস।
৫.বাংলা সাহিত্য অন্ধকার যুগ –
-১২০১-১৩৫০ সাল।
৬.কবি গানের প্রথম কবি কে?
-গোঁজলা গুই।
৭.বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি?
-প্রবচন, ছড়া ও ধাঁধা।
৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিলেন কে?
-উইলিয়াম কেরি।
৯.এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?
-অক্ষর
১০.কেরি সাহেবের মুনশী বলা হয় কাকে?
-রামরাম বসুকে।
১১.জাহান্নাম হতে বিদায় উপন্যাসটির রচয়িতা কে?
-শওকত ওসমান।
১২.যার উপস্থিত বুদ্ধি আছে এর বাক্য সংকোচন কোনটি?
-প্রত্যুৎপন্নমতি।
১৩.সাদা মেঘে বৃষ্টি হয় না এর কারক ও বিভক্তি –
-অপাদানে ৭মী ।
১৪.অর্থগতভাবে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা হয়?
-তিনভাগে।
১৫.বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
-৮টি।
১৬.যাপিত জীবন উপন্যাসটির রচয়িতা কে?
-সেলিনা হোসেন।
১৭.রায়গুণাকর উপাধি লাভ করেন কে?
-ভারতচন্দ্র রায় ।
১৮.ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রণাথ ঠাকুরকে ডিলিট উপাধি প্রদান করে কত সালে?
-১৯৩৬ সালে।
১৯.অন্যের রচনা থেকে চুরি করাকে কী বলা হয়?
-কুম্ভিলকবৃত্তি।
২০.অপ কোন ধরনের উপসর্গ?
-সংস্কৃত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]