Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5156
১.চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কে?
-কাহ্নপা
২.লোক সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
-ছড়া।
৩.প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?
-মুহাম্মদ হাবিবুর রহমান।
৪.জাহান্নাম হইতে বিদায় সওকত ওসমান রচিত একটি কী?
-উপন্যাস।
৫.ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কী?
-গূঢ়।
৬.বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?
-শাহ মুহম্মদ সগীর।
৭.বিশ্বজনের হিতকর এর এককথায় প্রকাশ কী হবে?
-বিশ্বজনীন।
৮.সাঁঝের মায়া কাব্যগ্রন্থ কে রচনা করেন?
-সুফিয়া কামাল ।
৯.প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?
-উৎকর্ষ।
১০.বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে -বাক্যটিতে যে ক্রটি রয়েছে –
-বহুবচনের দ্বিত্ব।
১১.সন্দেশ কোন শ্রেণির শব্দ?
-রূঢ়ি।
১২.বন্ধন শব্দের অক্ষর বিন্যাস কী?
-বন্+ধন্।
১৩.কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব এখানে কবি কবি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-উপহাস।
১৪.চিতল শব্দটিতে কতটি অক্ষর রয়েছে?
-২টি।
১৫.বেহায়া=হায়ার অভাব কোন সমাস?
-অব্যয়ীভাব।
১৬.কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা?
-যোগাযোগ।
১৭.ড় এবং ঢ় ধ্বনিগুলোকে কী বলা হয়?
-তাড়নজাত ধ্বনি।
১৮.বাঘে-মহিষে এক ঘাটে জল খায়-বাক্যটিতে বাঘে-মহিষে কোন ধরনের কর্তা?
-ব্যাতিহার।
১৯.গুবাক শব্দের অর্থ কী?
-সুপারি।
২০.বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
-৭টি।
২১.সনদ কোন ভাষার শব্দ?
-আরবি।
২২.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
-১৮৩৮ সালে।
২৩.প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি?
-প্রতীচী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]