Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#687
প্রতিদিন ৫০টি করে রিভাইস দিতে সাথে থাকুনঃ (৪০১-৪৫০=৫০টি)


৪০১) ভাওয়াইয়া গান প্রথম সংগ্রহ করেন কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. জর্জ গ্রিয়ার্সন
গ. মনসুর বয়াতি
ঘ. ড. আশুতোষ ভট্টাচার্য
উত্তরঃ খ

৪০২) 'Tree without Roots' কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
ক. বিষবৃক্ষ
খ. লালসালু
গ. বিষাদসিন্ধু
ঘ. নীলদর্পণ
উত্তরঃ খ

৪০৩) বাংলা ভাষায় লিখিত প্রথম জীবনী সাহিত্য কোনটি?
ক. মুরারিগুপ্তের কড়চা
খ. স্বরূপ দামোদর কড়চা
গ. শ্রী শ্রী চৈতন্য-চরিতামৃত
ঘ. শ্রী চৈতন্যভাগবত
উত্তরঃ ঘ

৪০৪) বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত?
ক. মৈথিলী ভাষায়
খ. বাংলা ভাষায়
গ. প্রাকৃত ভাষায়
ঘ. ব্রজবুলি ভাষায়
উত্তরঃ ঘ

৪০৫) চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
ক. কালকেতু
খ. ফুল্লরা
গ. ঈশ্বরী পাটনী
ঘ. মুরারি শীল
উত্তরঃ ক

৪০৬) আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
ক. দিল্লীর
খ. হোসেন শাহীর
গ. ফরিদপুর রাজসভার
ঘ. আরাকান রাজসভার
উত্তরঃ ঘ

৪০৭) মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. ভারতচন্দ্র
গ. মুকুন্দরাম
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ খ

৪০৮) বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অন্নদামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. চণ্ডীমঙ্গল
উত্তরঃ ক

৪০৯) মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. রঘুবংশ কাব্য
গ. শূন্যপূরণ
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
উত্তরঃ ঘ

৪১০) 'গম্ভীরা' গান গাওয়া হয় কোন অঞ্চলে?
ক. উত্তরবঙ্গে
খ. সিলেট অঞ্চলে
গ. ময়মনসিংহ অঞ্চলে
ঘ. পার্বত্য অঞ্চলে
উত্তরঃ ক

৪১১) পুঁথি সাহিত্য বলতে বুঝি-
ক. প্রেম বিষয়ক
খ. হিন্দু মুসলমান সম্পর্ক বিষয়ক
গ. ইসলামী চেতনাসম্পৃক্ত
ঘ. নবী রাসুল বিষয়ক
উত্তরঃ গ

৪১২) শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করেন?
ক. লক্ষণ সেনের রাজগ্রন্থাগার থেকে
খ. নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে
গ. মহাস্থানগড়ের রাজা পরশুরামের গোলাঘর থেকে
ঘ. বাঁকুড়ায় কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচ থেকে
উত্তরঃ ঘ

৪১৩) বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত?
ক. প্রাচীন যুগের
খ. মধ্যযুগের
গ. আধুনিক যুগের
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

৪১৪) বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে মধ্যযুগ ধরা হয়?
ক. ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৩৫১-১৮০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ গ

৪১৫) পশুপাখির কাহিনী অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে?
ক. রূপকথা
খ. উপকথা
গ. ব্রতকথা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

৪১৬) প্রমথ চৌধুরীর বীরবলী রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
ক. কালিকলম
খ. সবুজপত্র
গ. কল্লোল
ঘ. সাহিত্য
উত্তরঃ খ

৪১৭) 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কে বলেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রামকৃষ্ণ পরমহংস
ঘ. বিবেকানন্দ
উত্তরঃ ক

৪১৮) What is BSS--
a. A news agency
b. A book
c. A medical company
d. A multi-national organization
Answer: a

৪১৯) চর্যার পদগুলো আবিস্কৃত হয়েছে কোথা থেকে?
ক. ভারত থেকে
খ. নেপাল থেকে
গ. আরাকান থেকে
ঘ. কাবুল থেকে
উত্তরঃ খ

৪২০) নিম্ন কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন---
ক. বিদ্রোহী
খ. সাম্যবাদী
গ. সৃষ্টি সুখের উল্লাসে
ঘ. আনন্দময়ীর আগমনে
উত্তরঃ ঘ

৪২১) 'রায়গুণাকর' কার উপাধি?
ক. মালাধর বসু
খ. মুকুন্দরাম
গ. ভারতচন্দ্র
ঘ. ময়ূরভট্ট
উত্তরঃ গ

৪২২) বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
ক. ভারতচন্দ্র
খ. ঈশ্বরগুপ্ত
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. ভবানন্দ মজুমদার
উত্তরঃ ক

৪২৩) 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা
ঘ. নববাবু বিলাস
উত্তরঃ ক

৪২৪) 'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আল মাহমুদ
উত্তরঃ খ

৪২৫) কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
ক. মুক্তি
খ. পদ্মগোখরা
গ. বাউন্ডেলের আত্মকাহিনী
ঘ. জিনের বাদশা
ঙ. ঝিঙে ফুল
উত্তরঃ গ

৪২৬) 'God is Small Things' কার লেখা?
ক. ঝুম্পা লাহিড়ী
খ. দালাইলামা
গ. অরুন্ধতী রায়
ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
উত্তরঃ গ

৪২৭) কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 'নোবেল' পুরুস্কার পান?
ক. ১৮১৩
খ. ১৯১৪
গ. ১৯১৩
ঘ. ১৯১৫
ঙ. ১৯১৬
উত্তরঃ গ

৪২৮) কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুঁশিয়ার
ঘ. অগ্রপ্রথিক
উত্তরঃ খ

৪২৯) কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদলিপিটি পাঠ করেন?
ক. কাদম্বরী দেবীর
খ. কবির মেয়ের
গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ গ

৪৩০) "সবুজ পত্র"পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯১৪ সালে
খ. ১৯১০ সালে
গ. ১৯১৮ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ক

৪৩১) 'আইন-ই-আকবরী' কার লেখা গ্রন্থ?
a. ফেরদৌসী
b. গালিব
c. আবুল ফজল
d. সৈয়দ হামজা
e. আলাওল
Answer: c

৪৩২) চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২৬ জন
ঘ. ২৭ জন
উত্তরঃ খ

৪৩৩) 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
ক. মমতাজউদ্দীন আহমদ
খ. মামুনুর রশীদ
গ. ইব্রাহীম খলীল
ঘ. ওবায়েদ উল হক
উত্তরঃ খ

৪৩৪) 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- এই স্মরণীয় পঙ্ক্তি রচনা করেছেন--
a. শামসুর রাহমান
b. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
c. আল মাহমুদ
d. হেলাল হাফিজ
Answer: d

৪৩৫) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. ঝরা পালক
খ. রূপসী বাংলা
গ.নিরঞ্জনা
ঘ.সবগুলো
উত্তরঃক

৪৩৬) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়?
ক. ৬০০ - ১২০০ সাল
খ. ৯০০ - ১২০০ সাল
গ. ৯৫০ - ১২০০ সাল
ঘ. ১০০০ - ১২০০ সাল
উত্তরঃ গ

৪৩৭) 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. আবদুল্লাহ আল মামুন
গ. জিয়া হায়দার
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ খ

৪৩৮) কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন?
a. হবিগঞ্জ
b. নেত্রকোনা
c. সুনামগঞ্জ
d. কিশোরগঞ্জ
Answer: d

৪৩৯) রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে--
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
ঘ. ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
উত্তরঃ ক

৪৪০) 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
ক. নবীনচন্দ্র সেন
খ. হেমচন্দ্র বন্দোপাধ্যায়
গ. মনমোহন বসু
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ

৪৪১) 'জঙ্গনামা' কাব্যটির রচয়িতা কে?
ক. দৌলত উজির বাহরাম খান
খ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
গ. মুহাম্মদ খান
ঘ. উপরের তিনজনই
উত্তরঃ ঘ

৪৪২) বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস 'কপালকুণ্ডলা'- এর রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মধুসূদন দত্ত
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঙ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ(১৮৬৬)

৪৪৩) 'অনলপ্রবাহের' রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. নবীনচন্দ্র সেন
ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ খ

৪৪৪) 'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মীর মোশাররফ হোসেন
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

৪৪৫) 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার রচনা?
ক. কবি আল মাসুদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ গ

৪৪৬) কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন---
ক. সঞ্চিতা
খ. অগ্নিবীণা
গ. দোলন চাঁপা
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ ক

৪৪৭) 'সংস্কৃতির রূপান্তর' গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. শহীদুল্লাহ কায়সার
গ. আলতাফ মাহমুদ
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক

৪৪৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়---
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
খ. শ্রীরামপুর মিশন থেকে
গ. রামকৃষ্ণ মিশন থেকে
ঘ. জানা সম্ভব হয়নি
উত্তরঃ ক

৪৪৯) কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. রূপসী বাংলা
খ. বনলতা সেন
গ. সাতটি তারার তিমির
ঘ. সোনালী কাবিন
উত্তরঃ ঘ(আল মাহমুদ)

৪৫০) কত সালে চর্যাপদ আবিস্কৃত হয়?
ক. ১৩১৬ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯১৬ সালে
উত্তরঃ খ

#____রমজান______
(ভুল লক্ষ্য করলে কমেন্টে সঠিকটা বলুন)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    96 Views
    by shanta
    0 Replies 
    665 Views
    by shanta
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]