Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5040
১.বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
-পদ।
২.মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ- বাক্যে মরি মরি কোন শ্রেনীর অব্যয়?
-অনন্বয়ী।
৩.বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান-এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
-ধ্বন্যাত্মক শব্দ
৪.ক্রিয়াপদ –
-কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
৫.পদ মোট কত প্রকার?
-৫ প্রকার।
৬.মুষলধারে বৃষ্টি পড়ছে-এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?
-মুখ্য কর্তা।
৭.শিক্ষক ছাত্রদের ব্যকরণ পড়াচ্ছেন – শিক্ষক শব্দটি কোন কর্তা?
-প্রযোজক কর্তা।
৮.রাখাল গরুকে ঘাস খাওয়ায় – গরু শব্দটি কোন কর্তা?
-প্রযোজ্য কর্তা।
৯.আমার যাওয়া হবে না – আমার কোন কর্তা?
-ভাববাচ্যের কর্তা
১০.খুব এক ঘুম ঘুমিয়েছি -এটি কোন কর্ম?
-সমধাতুজ কর্ম
১১.শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে –
-তদ্ধিত প্রত্যয়
১২.যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?
-প্রকৃতি
১৩.চালান এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-চাল +আন
১৪.হৈমন্তিক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-হেমন্ত+ষ্ণিক
১৫.লাজুক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-লাজ+উক।
১৬.চলন্ত এর প্রকুতি ও প্রত্যয় কোনটি?
-√চল+অন্ত
১৭.রাধুনী-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-রাঁধ+উনি
১৮.শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-শিশু+ষ্ণ।
১৯.ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?
-আই।
২০.বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-বৃধ+ইষ্ণু
২১.শ্রবণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
-√শ্রু+অন
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  76 Views
  by rana
  0 Replies 
  75 Views
  by rana
  0 Replies 
  114 Views
  by apple
  0 Replies 
  230 Views
  by shanta
  0 Replies 
  106 Views
  by rajib

  গঞ্জযুক্ত উপজেলা উপজেলা – জেলা আজমিরিগঞ্জ,[…]

  ১.ইলিশ কোন গোত্রের সদস্য? -ইলিশকে ইংরেজিতে Hilsa ব[…]

  ১.বর্তমানে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্ল[…]

  ১.জাতিসংঘ সচিবালয় কাদের নিয়ে গঠিত? -জাতিসংঘ সদর […]