Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3925
০১| প্রত্যেক ভাষায়ই কতটি মৌলিক শাখা আছে?
- ৪টি(ধ্বনিতত্ত্ব,শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব)
০২| বাংলা ভাষায় আনুষাঙ্গিক আরও ২টি শাখার নাম কী?
- অভিধান(Laxicography) ও
- ছন্দ ও অলঙ্কার।
০৩| 'সন্ধি'ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ধ্বনিতত্ত্বে।
০৪| 'বাগধারা'ছেদ চিহ্ন'এককথায় প্রকাশ'পদ পরিবর্তন, প্রবাদ-প্রবচন ও বিরামচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- বাক্যতত্ত্বে।
০৫| ক্রিয়ারকাল,ক্রিয়াপদ,ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- রূপতত্ত্বে
০৬| 'শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের' অপর নাম কী?
- শব্দতত্বের অপর নাম রূপতত্ত্ব
- বাক্যতত্ত্বের'---পদক্রম
০৭| ব্যাকরণের মূল ভিত্তি বলা হয় কোনটি কে?
- ভাষা কে।
০৮| ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
- ভাষাকে বর্ণনা বা বিশেষভাবে বিশ্লেষণ করতে নির্দেশ করে।
০৯| ব্যাকরণের উচ্চতম পর্যায়ে কোন মৌলিক শাখা আলোচিত হয়?
- অর্থতত্ত্ব।
১০| শব্দের ও বাক্যের অর্থের বিচার করা হয় ব্যাকরণের কোন অংশে?
- অর্থতত্ত্বে।
১১| সন্ধি "ষ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ধ্বনিতত্ত্বে।
১২| বাক্যগঠন ও পদবিন্যাস আলোচনা করা হয় কোন শাখায়?
- বাক্যতত্ত্বে।
১৩| 'কারক ও বচন'ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে।
১৪| 'বিপরীত বা সমার্থক শব্দ'কোন অংশে আলোচিত হয়?
- অর্থতত্ত্বে।
১৫| পদ,প্রকৃতি-প্রত্যয়,সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে।
১৬| বর্ণের বিন্যাস ও ধ্বনিসংযোগ ব্যাকরণের অংশে আলোচিত হয়?
- ধ্বনিতত্ত্বে।
১৭| 'মূখ্যার্থ ও গৌনার্থ ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
- অর্থতত্ত্বে।
১৮| শব্দের ক্ষুদ্রাংশকে কি বলে?
- রূপ বলে।
১৯| 'শব্দ,শব্দরূপ,শব্দদ্বৈত' আলোচিত হয়?
- রূপতত্ত্বে।
২০| পদের স্থান বা ক্রম,পদের রূপ পরিবর্তন' হয়___?
- বাক্যতত্ত্বে
২১| 'অনুসর্গ,উপসর্গ'ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
- শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে।
২২| 'Phonolgy' এর বাংলা পারিভাষিক অর্থ কী?
- ধ্বনিতত্ত্ব।
২৩| 'Morphology'এর বাংলা অর্থ?
- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।
২৪| পুরুষ,লিঙ্গ,বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- শব্দতত্ত্বে।
২৫| 'Semantics' শব্দের বাংলা পারিভাষিক অর্থ কী?
- অর্থতত্ত্ব।
২৬| বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃতের লিঙ্গ মানা হয় না?
- অব্যয় পদে।
২৭| "শুক"শব্দের স্ত্রীবাচক শব্দ হবে?
- সারী
২৮| "কুলি"শব্দের স্ত্রীবাচক শব্দ হবে?
- কামিন।
- দেবর---ননদ
২৯| "বিধবা"শব্দের বিপরীত লিঙ্গ হবে?
- বিপত্নীক
(বিপত্নীক বলতে যার স্ত্রী মারা গিয়েছে কিন্তু এখনো বিয়ে করেনি যে পুরুষ)
৩০| "বীর"শব্দের বিপরীত লিঙ্গ হবে?
- বীরাঙ্গনা"
৩১| "নাটিকা"কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
- ক্ষুদ্রার্থে।
৩২| বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
- নর-নারী।
৩৩| "ভূত" শব্দের স্ত্রী লিঙ্গ কী হবে?
- পেত্নী
(বিপরীত অর্থ হলে হতো ভবিষ্যৎ)
৩৪| "আমি"শব্দটি কোন লিঙ্গ?
- উভয় লিঙ্গ।
- গরু,শিশু,রাষ্ট্রপতি,মানুষ ইত্যাদি উভয় লিঙ্গ।
৩৫| মহিলাদের সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
- কল্যাণীয়াসু
- স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করলে হবে "সুজনীয়াসু"।
৩৬| "বকনা" শব্দের অর্থ কী?
- গাই-বাছুর।
৩৭| "শ্বশ্রূ" ও শ্মশ্রু এর অর্থ কী?
- শ্বশ্রূ অর্থ শাশুড়ি ও শ্মশ্রু অর্থ গোঁফ
৩৮| নিত্য পুরুষবাচক শব্দ বা লিঙ্গান্তর হয় না?
- কবিরাজ বা কেরানি।
৩৯| নিত্য স্ত্রীবাচক শব্দ বা লিঙ্গান্তর হয় না?
- সতীন বা সৎমা,ডায়নি।
৪০| "মালা"শব্দের স্ত্রী লিঙ্গ হবে?
- মালিকা।
৪১| ধোপা শব্দটির স্ত্রীবাচক শব্দ?
- ধোপানী।
৪২| বিশেষ নিয়মে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কোনগুলো?
- নর-নারী, স্বামী-স্ত্রী,রাজা-রানী,
- যুবক-যুবতী,সম্রাট-সম্রাজ্ঞী
৪৩| "অরণ্য ও বনের"বৃহৎ অর্থে স্ত্রীলিঙ্গ?
- অরণ্যানী, বনানী,হিমানী।
৪৪| বিদেশি স্ত্রীবাচক শব্দ?
- মুহতারিম-মুহতারিমা,খান-খানম
- সাহেব-সাহেবান,মরদ-জেনানা।
৪৫| "লিঙ্গ"শব্দের অর্থ কী?
- চিহ্ন(লিঙ্গ ৪ প্রকার)
৪৬| ভিন্ন ভিন্ন শব্দে লিঙ্গান্তর হয়?
- খানসামা-আয়া,বাদশা-বেগম।
- সাহেব-বিবি, শুক-সারী
৪৭| একাধিক স্ত্রীবাচক শব্দ আছে?
- সুকেশ-সুকেশা/সুকেশী
- রজক-রজকী/রজকিনী
৪৮| পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
- ঘোষ--ঘোষজা(কন্যা)
- ঘোষজায়া---(স্ত্রী)
- বর--ননদ(দেবরের বোন)
- জা--(দেবরের স্ত্রী)
- ভাই--বোন
- ভাবি(ভাইয়ের স্ত্রী)
৪৯| অবজ্ঞাবাচক লিঙ্গান্তর?
- যোগী---যোগিনী
- কুহক---কুহকিনী
- মায়াবী--মায়াবিনী
- ডাক্তার--ডাক্তারনী
৫০| ব্যতিক্রমী লিঙ্গান্তর?
- কল্যাণীয়েষু--কল্যাণীয়াসু
- শ্রদ্ধাস্পদেষু--শ্রদ্ধাস্পদাষু
- কল্যাণীবরেষু--কল্যাণীবরাষু
- মনুষ্য----মনুষী

সংগৃহীত:-
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]