Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3390
অব্যয়ীভাব সমাস
পূর্বপদের অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য, বিপসা (পৌন:পুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
সামীপ্য
কন্ঠের সমীপে=উপকন্ঠ
কূলের সমীপে=উপকূল
বিপসা
দিন দিন = প্রতি দিন
ক্ষণে ক্ষণে = প্রতি ক্ষণে/ অনুক্ষণ
অভাব
হায়ার অভাব=বেহায়া
ভাতের অভাব=হাভাতে
পর্যন্ত
পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল
সাদৃশ্য
শহরের সদৃশ=উপশহর
গ্রহের তুল্য=উপগ্রহ
অনতিক্রমতা
রীতিকে অতিক্রম না করে=যথারীতি
সাধ্যকে অতিক্রম না করে=যথাসাধ্য
বিরোধ
বিরুদ্ধ বাদ=প্রতিবাদ
বিরুদ্ধকূল=প্রতিকূল
অতিক্রান্ত
বেলাকে অতিক্রান্ত =উদ্বেল
শৃঙ্খলাকে অতিক্রান্ত=উচ্ছৃঙ্খল
পশ্চাৎ
পশ্চাৎ গমন=অনুগমন
পশ্চাৎ ধাবন=অনুধাবন
ঈষৎ
ঈষৎ রক্তিম=আরক্তিম
ঈষৎনত=আনত

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.’হাভাতে’ কোন সমাস? (শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক:০৫/কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের সহকারী পরিদর্শক:০৫)
-অব্যয়ীভাব
২.’বেহায়া’ কোন সমাস? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-অব্যয়ীভাব
৩.কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের গবেষণা কর্মকর্তা:৯৮)
-আরক্তিম
৪.’উপশহর’ শব্দটি কোন সমাস? (যুব উন্নয়ন পরচালক অধিদপ্তরের সহকারী পরিচালক :৯৪)
-অব্যয়ীভাব
৫.’উপকথা’ শব্দটি কোন সমাস? (প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ): ০৯)
-অব্যয়ীভাব
৬.কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসার: ০৫)
-প্রতিদিন

অলুক সমাস
যে সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক সমাস বলে। অলুক সমাস কোনো স্বাতন্ত্র্য সমাস নয়, যে কোন শ্রেনীর সমাস অলুক হতে পারে।
অলুক দ্বন্দ্ব:
দুধে ও ভাতে = দুধে-ভাতে
জলে ও স্থলে = জলে স্থলে
হাতে ও কলমে = হাতে-কলমে
দেশে ও বিদেশে = দেশে-বিদেশে
অলুক তৎপুরুষ:
কলুর বলদ=কলুর বলদ
ষষ্ঠী তৎপুরুষ: ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান, গরুর গাড়ি, কলুর বলদ ইত্যাদি।
সপ্তমী তৎপুরুষ: গায়ে পড়া, ঘিয়ে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা ইত্যাদি
অলুক বহুব্রীহি:
গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে= গায়ে হলুদ
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে=হাতে খড়ি
মাথায় পাগড়ি যার=মাথায় পাগড়ি
গলায় গামছা যার=গলায় গামছা
একইভাবে, হাতেখড়ি, কানে-কলম, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোনটি অলুক দন্দ্ব? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (খুলনা বিভাগ): ০৯)
-ঘরে-বাইরে
২.নিচের কোনটি অলুক দন্দ্ব সমাস? (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৪)
-যাকে ও তাকে=যাকে তাকে
৩.’তেলে ভাজা কোন সমাস? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (খুলনা বিভাগ): ০৯)
-তৎপুরুষ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1708 Views
    by Abrar
    0 Replies 
    678 Views
    by rafique
    0 Replies 
    982 Views
    by sajib
    0 Replies 
    1299 Views
    by rajib
    0 Replies 
    682 Views
    by kajol

    Career opportunity Yihua Machinery Ltd. is th[…]

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]