Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3371
বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.’সহোদর কোন সমাস?
-বহুব্রীহি
২.কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
-বীণাপাণি
৩.’সোনামুখী’ কোন সমাস?
-মদ্যপদলোপী
৪.অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি?
-নেই ধর্ম যার
৫.’লাঠালাঠি’ এটি কোন সমাস?
-ব্যতিহার বহুব্রীহি সমাস
৬.নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
-কানাকানি
৭.কানাকানি শব্দটি কোন সমাস?
-বহুব্রিহী
৮.কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
-মুখোমুখি
৯.কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
-হাতাহাতি
১০.নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
-হাতাহাতি
১১.নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস নয়?
-মুখোমুখি
১২.গোফ-খেজুরে কোন সমাস?
-মধ্যপদলোপী বহুব্রীহি
১৩.কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
-দশানন
১৪.আশীবিষ কোন সমাস?
-বহুব্রীহি
১৫.নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
-সমাস
১৬.অর্ধচন্দ্র কোন সমাস?
-বহুব্রীহি

তৎপুরুষ সমাস
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে, পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তবে পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন-
বিপদকে আপন্ন=বিপদাপন্ন
এখানে দ্বিতীয়া বিভক্তি ‘কে’ লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ।
তৎপুরুষ সমাস নয় প্রকার: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নঞ, উপপদ, অলুক ।
১.দ্বিতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদে কে, রে, ব্যাপিয়া লোপ পেলে দ্বিতীয়া তৎপুরুষ হয়।
দু:খকে প্রাপ্ত=দু:খপ্রাপ্ত
বইকে পড়া=বইপড়া
২.তৃতীয়া তৎপুরুষ: পূর্বপদে দ্বারা, দিয়ে, কর্তৃক বিভক্তি লোপ পেলে তৃতীয়া তৎপুরূষ হয়।
মন দিয়ে গড়া=মনগড়া
মধু দিয়ে মাখা=মধুমাখা
বিদ্যা দ্বারা হীন=বিদ্যাহীন
এক দ্বারা উন=একোন
জ্ঞান দ্বারা শূণ্য=জ্ঞানশূণ্য
৩.চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে কে, নিমিত্ত, জন্য, লোপ পেলে চতুর্থী তৎপুরুষ হয়।
গুরুকে ভক্তি=গুরুভক্তি
বসতের নিমিত্ত বাড়ি=বসতবাড়ি
বিয়ের জন্য পাগলা=বিয়ে পাগলা
৪.পঞ্চমী তৎপুরুষ সমাস: পূর্বপদে হইতে, থেকে, চেয়ে বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ হয়।
ঘর থেকে ছাড়া=ঘরছাড়া
জেল থেকে মুক্তি=জেলমুক্ত
বিলাত থেকে ফেরত=বিলাতফেরত
৫.ষষ্ঠী তৎপুরুষ সমাস: পূর্বপদে র, এর বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ হয়।
চায়ের বাগান=চাবাগান
হাঁসের রাজা=রাজহাঁস
পথের রাজা=রাজপথ
পথের অর্ধ=অর্ধপথ
রাজার পুত্র=রাজপুত্র
মাতার সেবা=মাতৃসেবা
৬.সপ্তমী তৎপুরুষ: পূর্বপদে এ, য়, তে বিভক্তি লোপ পেলে সপ্তমী তৎপুরুষ হয়।
গাছে পাকা=গাছপাকা
পূর্বে ভূত=ভূতপূর্ব
পূর্বে অশ্রুত=অশ্রুতপূর্ব
৭.নঞ্ তৎপুরুষ সমাস: না-বাচক নঞ অব্যয় পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
ন আচার=অনাচার
ন অতিদীর্ঘ=নাতিদীর্ঘ
ন কাতর=অকাতর
ন লৌকিক=অলৌকিক
৮.উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে । কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
জলে চরে যা=জলচর
জল দেয় যে=জলদ
পঙ্কে জন্মে যা=পঙ্কজ
এরূপ সত্যবাদী, ইন্দ্রজিৎ, পকেটমার, মাচিমারা, ছারপোকা, ঘরপোকা, বর্ণচোরা, ছাা-পোষা, হরবোলা।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বই পড়া কোন সমাস?
-তৎপুরুষ
২.কোন শব্দটি তৎপুরুষ সমাস?
-মধুমাখা
৩.’হরবোলা’ কোন সমাস?
-উপপদ তৎপুরুষ
৪.কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ?
-ছেলেধরা
৫.’কলুর বলদ’ কোন সমাস?
-অলুক তৎপুরুষ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1508 Views
    by Abrar
    0 Replies 
    529 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]