Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3269
সংঙ্গা: সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিল বা একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
-সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ
-সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম সমাসবাক্য/ব্যাসবাক্য/বিগ্রহবাক্য
-সমস্তপদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে ।
-সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ
-পরবর্তী অংশকে বলা হয় উত্তর পদ বা পরপদ
উদাহরণ: সিংহ চিহিৃত আসন=সিংহাসন
সমস্ত পদ: সিংহাসন
ব্যাসবাক্য: সিংহ চিহিৃত আসন
সমস্যমান পদ: সিংহ, আসন
পূর্বপদ: সিংহ
পরপদ/উত্তরপদ: আসন
বৈশিষ্ট:
-বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা
-দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
শ্রেণিবিভাগ:
সাধারণভাবে:
প্রধান সমাস: ছয় প্রকার।
১.দ্বন্দ্ব ২. কর্মধারায় ৩.তৎপুরুষ ৪.বহুব্রীহি ৫.দ্বিগু ৬.অব্যয়ীভাব
অপ্রধান সমাস: প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি
বৈশিষ্টের বিচারে চার প্রকার –
অব্যয়ীভাব সমাস: পূর্বপদের অর্থ প্রধান
তৎপুরুষ সমাস: পরপদের অর্থ প্রধান
দ্বন্দ্ব সমাস: উভয়পদের অর্থ সমান
বহুব্রীহি সমাস: কোন পদের অর্থ প্রধান না হয়ে তৃতীয় কোনো অর্থ সৃষ্টি করে । এখানে, কর্মধারায় ও দ্বিগু সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে ধরা হয় ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.সমাস শব্দের অর্থ হলো-
-সংক্ষেপণ
২.সমাস ভাষাকে –
-সংক্ষেপ করে
৩.পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
-সমাস
৪.সমাস নিষ্পন্ন পদটির নাম কি?
-সমস্ত পদ
৫.যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?
-সমস্যমান পদ
৬.ব্যাসবাক্যের অপর নাম কি?
-বিগ্রহবাক্য
৭.সমাস কত প্রকার?
-৬ প্রকার
৮.সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
-সংস্কৃত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1568 Views
    by Abrar
    0 Replies 
    535 Views
    by rafique
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]