Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3124
১। ছন্দের যাদুকর বলা হয় কাকে?
- সত্যেন্দ্রনাথ দত্ত
২। প্রতিদান কবিতাটির রচিয়তা কে?
- জসীমউদ্দীন
৩। পুকুরে মাছ আছে। কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
৪। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি?
- আলালের ঘরের দুলাল
৫। সূর্য দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?
- আবু ইসহাক
৬। কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
- লক্ষিন্দর
৭। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
- ক্রিয়াপদ
৮। অলিন্দ শব্দের অর্থ কি?
- বারান্দা
৯। সে স্কুলে গিয়েছে।-বাক্যটি ---
- পুরাঘটিত বর্তমান
১০। চাঁদ কোন শ্রেণির শব্দ?
- তদ্ভব
১১। অনুতাপ কোন সমাস?
- অব্যয়ীভাব সমাস
১২। ওরা কদম আলী- নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
১৩। কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয়?
- ১৩১৬ বঙ্গাব্দে
১৪। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
- মুকুন্দরাম
১৫। যুগ সন্ধিক্ষণের কবি?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৬। বসন্তে ফুল ফুটে। বাক্যে বসন্ত কোন কারক?
- অধিকরণ কারক
১৭। কোনটি ইংরেজি উপসর্গ?
- ফুল
১৮। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ?
- তৎপুরুষ
১৯। কাজটা ভালো দেখায় না- এ বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
- কর্মবাচ্যের ধাতু
২০। বাক্যে ব্যহহৃত শব্দকে বলা হয়--
- পদ
২১। লেবেদেফ নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
২২। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি বলে?
- সমস্যমান পদ
২৩। অবাক্ষ জলে নেমে স্নান। এর এক কথায় কি হবে?
- অবগাহন
২৪। আষাঢ়ে বৃষ্টি নামে- এখানে "আষাঢ়ে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরনে ৭মী
২৫। হারামণি কোন সমাস?
- কর্মধারয় সমাস
২৬। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
২৭। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- রাত্রিশেষ
২৮। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদক কে?
- কৃষ্ণচন্দ্র মজুমদার
২৯। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- যৌগিক স্বর
৩০। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি?
- শ্রীকান্ত
৩১। আনারস কোন শব্দ?
- পর্তুগীজ
৩২। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
- উইলিয়াম কেরি
৩৩। রায় গুণাকর কার উপাধি?
- ভারতচন্দ্র
৩৪। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬টি
৩৫। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
৩৬। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়?
- ব্যালাড
৩৭। বিদ্যাপতি কোন ভাষার কবি?
- ব্রজবুলি
৩৮। একা এবং কয়েকজন কর লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৩৯। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৪০। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি?
- মেঘনাদবধ কাব্য
৪১। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
- রঙ্গলাল বন্দোপাধ্যায়
৪২। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোটগল্পের?
- সমাপ্তি
৪৩। শান্তিপুরের কবি বলা হয় কাকে?
- মোজাম্মেল হক
৪৪। রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায়?
- জ্ঞানাঙ্কুর
৪৫। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি?
- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
৪৬। 'চাষাভুষার কাব্য' কার সাহিত্যকর্ম?
- নির্মলেন্দু গুণ
৪৭। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি?
- শাহ মুহম্মদ সগীর
৪৮। বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৯। 'কেউ কিছু বলতে পারেনা' নাটকটি অনুবাদ করেছেন কে?
- মুনীর চৌধুরী
৫০। কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্যের সৃষ্টি হয়?
- হোসেন শাহী

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]