Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2928
৩০১ যে নারীর হাসি সুন্দর সুস্মিতা
৩০২ যে পরের গুণেও দোষ ধরে অসূয়ক
৩০৩ যে পুত্রের মাতা কুমারী কানীন
৩০৪ যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য
৩০৫ যে বিদ্যা লাভ করেছে কৃতবিদ্য
৩০৬ যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি
৩০৭ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত
৩০৮ যে মেয়ের বয়স দশ বৎসর কন্যকা।
৩০৯ যে রূপ ইচ্ছা যদৃচ্ছা
৩১০ যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণােত্তরজাতক
৩১১ যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি।
৩১২ যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে অন্ত্যজ
৩১৩ যে সর্বত্র গমন করে সর্বগ
৩১৪ যে সুপথ থেকে কুপথে যায় উন্মার্গগামী
৩১৫ যেখানে মৃতজন্তু ফেলা হয় ভাগাড় / উপশল্য
৩১৬ যে-শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে আটাসে
৩১৭ রক্ত বর্ণ পদ্ম কোকনদ
৩১৮ রমণের ইচ্ছা রিরংসা
৩১৯ রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক ক্রেঙ্কার
৩২০ রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক
৩২১ রাত্রির তিনভাগ একত্রে ত্রিযামা
৩২২ রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র
৩২৩ রাত্রির মধ্যভাগ মহানিশা
৩২৪ রাত্রির শেষভাগ পররাত্র
৩২৫ রাহ বা রাস্তায় ডাকাতি রাহাজানি
৩২৬ রােদে শুকোনাে আম আমশি
৩২৭ রেশম দিয়ে নির্মিত রেশমি
৩২৮ লবণ কম দেওয়া হয়েছে এমন আলুনি
৩২৯ লাফিয়ে চলে যে প্লবগ (ব্যাঙ/বানর)।
৩৩০ শত্রুকে জয় করেন যিনি পরঞ্জয় বা শত্রুজিৎ
৩৩১ শত্রুকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন ।
৩৩২ শােনামাত্র যার মনে থাকে শ্রুতিধর
৩৩৩ শুকনাে পাতার শব্দ মর্মর।
৩৩৪ ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী
৩৩৫ সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক সর্বজনীন
৩৩৬ সদ্য দোহনকৃত উষ্ণ দুধ ধাররাষ্ণ
৩৩৭ সব কিছু সহ্য করেন যিনি সর্বংসহা
৩৩৮ সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত আসমুদ্রহিমাচল
৩৩৯ সমুদ্রের ঢেউ ঊর্মি।
৩৪০ সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল
৩৪১ সরােবরে জন্যে যা সরােজ
৩৪২ সর্বত্র গমন করেন যিনি সর্বগ
৩৪৩ সাপের খােলস নিমোক বা কধুক
৩৪৪ সিংহের নাদ (ডাক) হুঙ্কার
৩৪৫ সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ অয়নাংশ
৩৪৬ সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সাবন
৩৪৭ সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল ব্রাহ্মমুহূর্ত
৩৪৮ সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা
৩৪৯ সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নাই যার নাস্তিক
৩৫০ সেবা করার ইচ্ছা শুশ্রুষা
৩৫১ সৈনিকদলের বিশ্রাম শিবির স্কন্দাবার
৩৫২ স্তন্য পান করে যে স্তন্যপায়ী।
৩৫৩ স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না দেয়ালা
৩৫৪ স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে স্বৈরাচারী
৩৫৫ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন স্বাদিত
৩৫৬ স্বামীর চিতায় পুড়ে মরা সহমরণ
৩৫৭ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) উপদা
৩৫৮ স্মরণের যােগ্য স্মরণাই
৩৫৯ হরিণের চর্ম অজিন
৩৬০ হরিণের চর্মের আসন অজিনাসন
৩৬১ হরেক রকম বলে যে হরবােলা
৩৬২ হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার চতুরঙ্গ
৩৬৩ হাতির ডাক বৃংহণ বা বৃংহিত
৩৬৪ হাতির পিঠে আরােহী বসার স্থান হাওদা
৩৬৫ হাতির শাবক (বাচ্চা) করভ
৩৬৬ হাতের কজি মণিবন্ধ
৩৬৭ হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত পাণি
৩৬৮ হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ প্রকোষ্ঠ
৩৬৯ হাতের চতুর্থ আঙুল অনামিকা।
৩৭০ হাতের তৃতীয় আঙুল মধ্যমা।
৩৭১ হাতের তেলাে বা তালু করতল।
৩৭২ হাতের দ্বিতীয় আঙুল তর্জনী।
৩৭৩ হাতের পঞ্চম আঙুল কনিষ্ঠা ।
৩৭৪ হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) অঙ্গুষ্ঠ
৩৭৫ হিত ইচ্ছা করে যে হিতৈষী
৩৭৬ হেমন্তকালে উৎপন্ন ফসল হৈমন্তিক|

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]