Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2898
1 অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ।
2 অনেকের মধ্যে একজন অন্যতম।
3 আকাশে বেড়ায় যে আকাশচারী, খেচর।
4 আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য।
5 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক।
6 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক।
7 একই মাতার উদরে জাত যে সহােদর।
8 দিনে যে একবার আহার করে একাহারী।
9 নদী মেখলা যে দেশের নদীমেখলা।
10 নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর।
11 নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক।
12 বিদেশে থাকে যে প্রবাসী।।
13 বিশ্বজনের হিতকর বিশ্বজনীন।
14 মৃতের মতাে অবস্থা যার মুমূর্ষ।
15 যা অধ্যয়ন করা হয়েছে অধীত।
16 যা আঘাত পায়নি অনাহত।
17 যা উদিত হচ্ছে উদীয়মান।
18 যা কখনাে নষ্ট হয় না অবিনশ্বর।
19 যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, অচিন্ত্য।
20 যা জলে ও স্থলে চরে উভচর।
21 যা জলে চরে জলচর।
22 যা থলে চরে থলচর।
23 যা দমন করা কষ্টকর দুর্দমনীয়।
24 যা দমন করা যায় না অদম্য।
25 যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার।
26 যা বার বার দুলছে দোদুল্যমান।
27 যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্বলন্ধ।
28 যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী।
29 যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল।
30 যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্যসাধারণ।
31 যার আকার কুৎসিত কদাকার।
32 যার কোনাে উপায় নেই নিরুপায়।
33 যার কোনাে কিছু থেকেই ভয় নেই অকুতােভয়।
34 যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা।
35 যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত।
36 যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা।
37 যে গাছ কোনাে কাজে লাগে না আগাছা।
38 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না বনস্পতি।
39 যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাককন্ধ্যা।
40 যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা।
41 যে নারীর কোনাে সন্তান হয় না বন্ধ্যা।
42 যে পুরুষ বিয়ে করেছে কৃতদার।
43 যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন।
44 যে বাতু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু।
45 যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী।
46 যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী।
47 যে মেয়ের বিয়ে হয়নি অনুঢ়া।
48 যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর।
49 যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বংসহা।
50 শুভ ক্ষণে জন্ম যার ক্ষণজন্মা।
51 সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদৃগমন।

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]