Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2839
✍ প্রমথ চৌধুরী একজন = প্রাবন্ধিক।
✍ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস = বাঁধন হারা।
✍রবিন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্যটি কাকে উৎসর্গ করেন = ভিক্টোরিয়া ও কামপো (বিজয়া)।
✍বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেছেন = মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান।
✍ বিশ্বকবি তার একটি নাটক উৎসর্গ করেছেন বিদ্রোহী কবিকে।নাটকটির নাম কি? = বসন্ত।
✍ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় = মৃত্যুক্ষুদা।
✍ পাখীর নীড়ের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দসুন্দর উপমার স্রষ্টা কে = জীবনানন্দ দাশ।
✍ কোনটি ফররুখ আহমেদের কাব্য = সিরাজুম মুনীরা।
✍কবি নজরুলের রচিত শেষ রচনা = নতুন চাঁদ।
✍কবি কাজি নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে = বাংলা ১৩০৬ সালে।
✍বৈকুন্ঠের উইল কার রচনা = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
✍ বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে = মধ্যযুগে।
✍রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি = শাহ মুহাম্মদ সগীর।
✍লাইলী-মজনু কাব্যটির অনুবাদক হলেন = দৌলত উজির বাহরাম খান।
✍ প্রথম বাঙালি মুসলমান কবি = শাহ মুহাম্মদ সগীর।
✍শাহ মুহাম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্য = ইউসুফ-জোলেখা।
✍মৈমনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনূদিত = 23 টি।
✍নদের চাঁদ মৈমনসিংহ গীতিকার কোন পালাটির প্রধান চরিত্র = মহুয়া।
✍ পালাগান গুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত = দেওয়ান মদিনা।
✍মহুয়া পালার রচয়িতা = দ্বিজ কানাই।
✍ মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন = দীনেশচন্দ্র সেন।
✍ ব্রিটিশ ভারতের নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন = দীনবন্ধু মিত্র।
✍কাজি নজরুল ইসলামের রচনা নয় = বালুচর।
✍ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে ডি.লিট ডিগ্রি প্রদান করে = ঢাকা বিশ্ববিদ্যালয় (1936)
✍মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত = মার্কসিজম।
✍ জসিমউদ্দিনের নাটক = বেদের মেয়ে।
✍ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস = আলালের ঘরে দুলাল।
✍লালসালু উপন্যাসের উপজীব্য হলো = ধর্মীয় ভন্ডামীর নিখুঁত চিত্র।
✍ কাঁদো নদী কাঁদো কার রচনা = সৈয়দ ওয়ালীউল্লাহ।
✍ উপজাতীয় জীবনকাহিনী নিয়ে রচিত = কর্ণফুলী।
✍ মৃণালিনী উপন্যাস টি কার লেখা = বঙ্গিমচন্দ্র।
✍ হাজার বছর ধরে কি = জহির রায়হানের উপন্যাস।
✍ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস = জননী।
✍ কপালকুন্ডলা উপন্যাসের নায়কের নাম কি = নব কুমার।
✍ সূর্যদীঘল বাড়ি'র কার রচিত = আবু ইসহাক।
✍ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস = Rajmohon's wife.
✍ সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত = লালসালু।
✍চাঁদের অমবস্যা উপন্যাস টির রচিতা = সৈয়দ ওয়ালীউল্লাহ।
✍ আনন্দের মৃত্যু উপন্যাস টির রচয়িতা = সৈয়দ শামসুল হক।
✍শঙ্খনীল কারাগার উপন্যাস টির রচয়িতা = হুমায়ুন আহমেদ।
✍ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পথের দাবী উপন্যাস টি কোন সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় = ব্রিটিশ সরকার।
✍ নন্দিত নরকে কার লেখা = হুমায়ুন আহমেদ।
✍ কোনটি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস = দুর্গেশনন্দিনী।
✍শেষের কবিতা কোন ধরনের রচনা = উপন্যাস।
✍ আনন্দ মঠ উপন্যাসটি কার লেখা = বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়।
✍দুধেভাতে উৎখাত আখতারুজ্জমান ইলিয়াস এর কি? = গল্পগ্রন্থ।
✍বাংলাদেশের কোন মহীয়সী নারীর রচনা সুলতানার স্বপ্ন = বেগম রোকেয়া।
✍ ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে কার রচনা = রবিন্দ্রনাথ ঠাকুর।
✍ কবি কাজি নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধর সময় কোথা থেকে কোথায় গিয়েছিলেন = লাহোর থেকে করাচি।
✍ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি = মাইকেল মধুসূদন দত্ত।
✍ বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম নাম = যাযাবর।
✍কবিকঙ্কন কার উপাধি = মকুন্দরাম চক্রবর্তী।
✍ বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ = অবরোধবাসিনী।
✍শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাস টি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল = পথের দাবী।
✍T.S ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন = রবিন্দ্রনাথ ঠাকুর।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    96 Views
    by shanta
    0 Replies 
    666 Views
    by shanta
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]