Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2787
১) এম আর আকতার মুকুল --- আমি বিজয় দেখেছি।
২) জাহানারা ইমাম --- একাত্তরের দিনগুলি।
৩) সুফিয়া কামাল --- একাত্তরের ডায়েরী।
সম্পাদিত গ্রন্থঃ
১) হাসান হাফিজুর রহমান ---- মুক্তিযুদ্ধের ইতিহাস (দলিলপত্র)।
২) শামসুর রাহমান ---- বাংলাদেশ কথা কয়।
৩) রফিকুল ইসলাম (বীর উত্তম) --- লক্ষ প্রানের বিনিময়ে,একাত্তরের বিজয় গাথা,শেষ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম,মুক্তিযুদ্ধ ও বুদ্দিজীবী,মুক্তিযুদ্ধের ইতিহাস,প্রতিরোদের প্রথম প্রহর।

ভাষা আন্দোলনভিত্তিক গল্পঃ
১) শওকত ওসমান --- জন্ম যদি তব বঙ্গে।
২) রাবেয়া খাতুন ---- মুক্তিযুদ্ধের গল্প।
কবিতাঃ
১)শামসুর রাহমান --- স্বাধীনতা তুমি।
২) আ্যালেন গিনসবার্গ (USA)--- সেপ্টেম্বর অন যশোর রোড।
পত্র সংকলনঃ
১) একাত্তরের চিঠিঃ গ্রামীন ফোন ও প্রথম আলো।৮২ টি পত্র।২৭ মার্চ ২০০৯।
অন্যান্য গ্রন্থঃ
১) এন্থনি মাসকারেনহাস --- বাংলাদেশ রক্তের ঋন, দ্যা রেপ অব বাংলাদেশ।
২) আব্দুল গফফার চৌধুরী --- ইতিহাসের রক্ত পলাশ।
৩) এম আর আক্তার মুকুল --- ওরা চারজন।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]