Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2504
৬৫১। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয়না তাকে বলে —
- অলুক সমাস
৬৫২। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তা কোন সমাস?
- কর্মধারয়
৬৫৩। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে—
- পর পদ বা উত্তর পদ
৬৫৪। কৌশলে কার্যোদ্ধার — কোন বাগধারাটির অর্থ?
- ধরি মাছ না ছুঁই পানি
৬৫৫। যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় কি বলে —
- কষ্টার্জিত
৬৫৬। টাকায় টাকা হয় — বাক্যে "টাকায়" কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ৭মী
৬৫৭। সুন্দর ব্যবহার একটি —
- প্রবন্ধ
৬৫৮। সাগরকন্যা গ্রন্থটি কার রচনা?
- রাজিয়া মাহবুব
৬৫৯। রাজা গল্পে কাকে "নিষ্ঠুর তস্কর" বলা হয়েছে?
- রহিমকে
৬৬০। বাংলা আমার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
- অমিয়ধারা
৬৬১। পাখিদের নিয়ে রচয়না "ঝগড়ু" কেমন চরিত্রের লোক—
- দরদী মনের
৬৬২। "রূপকথার সেই আশ্চর্য প্রদীপ'— প্রবন্ধটি কার রচিত?
- সুব্রত বড়ুয়া
৬৬৩। লেখক শামসুল কবীর একজন—
- প্রাবন্ধিক
৬৬৪। 'অপূর্ব ক্ষমা' গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বিষাদ সিন্ধু
৬৬৫। মনুষ্যত্ব লাভের উপায় কি?
- শিক্ষা গ্রহণ
৬৬৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যের সন্ধানে গিয়েছিলে —
- রেঙ্গুন
৬৬৭। ছেলে-মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস
- অলুক দ্বন্দ্ব
৬৬৮। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
৬৬৯। পরাজয়ে ডরে না বীর— বাক্যটিতে " পরাজয়ে" কারক বিভক্তি নির্ণয় করুন।
- অপাদান কারকে ৭ মী
৬৭০। কুলি শব্দের লিঙ্গান্তর —
- কামিন
৬৭১। নিশীথ রাতে বাজছে বাঁশি। এ বাক্যে "নিশীথ' কোন পদ?
- বিশেষণ
৬৭২। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬ টি
৬৭৩। বাঙালিরা ভাত খায় — কোন কালের উদাহরণ?
- সাধারণ বর্তমান
৬৭৪। উপসর্গ মূলত —
- অব্যয়সূচক শব্দাংশ
৬৭৫। বিভক্তিযুক্ত শব্দ দুইবার উক্ত হলে তাকে কি বলা হয়?
- পদের দ্বিরুক্তি
৬৭৫। বচন ব্যাকরণের কিরূপ শব্দ?
- প্রাতিপদিক শব্দ
৬৭৬। 'লাইলি-মজনু' কাব্যের মূল উৎস —
- আরবীয় লোকগাঁথা
৬৭৭। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন সময়কে বলা হয়?
- ১২০১–১৮০০
৬৭৮। বড়দিদি গ্রন্থটি কার রচনা?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৭৯। 'একা এবং কয়েকজন' কার লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৬৮০। কৃষ্ণকুমারী কি—
- একটি ট্র‍্যাজেডি নাটক
৬৮১। গুণরাজ কার উপাধি?
- মালাধর বসু
৬৮২। ঝিলিমিলি গ্রন্থটি —
- নাট্যধর্মী
৬৮৩। ছায়ানট কাজী নজরুল ইসলামের একটি —
- কাব্যগ্রন্থ
৬৮৪। বাংলা সাহিত্যের 'মৌমাছি' হলেন—
- বিমল ঘোষ
৬৮৫। ফেয়ারীর ডায়েরী কার রচিত?
- আলাউদ্দিন আল আজাদ
৬৮৬। বিজ্ঞানের 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিশেষ
৬৮৭। 'অনুতাপ' সমস্তপদটির ব্যাসবাক্য কি?
- অণুতে যে তাপ
৬৮৮। 'রকেট অতি দ্রুত চলে' — কোন বিশেষণের উদাহরণ?
- ক্রিয়া - বিশেষণের বিশেষণ
৬৮৯। পরীক্ষা আসিলে চোখে জ্বর ঝড়ে। এই বাক্যে পরীক্ষা কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে শূণ্য
৬৯০। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে?
- বাক্যের শুরুতে
৬৯১। কর্মে অতিশয় তৎপর, একথায় —
- ত্বরিৎকর্মা
৬৯২। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যোগ করার উদ্দেশ্য কি?
- নতুন শব্দ গঠন
৬৯৩। ইতর প্রাণিবাচক শব্দের বিভক্তিতে কি যুক্ত হয়?
- গুলি
৬৯৪। দম্পতি কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব
৬৯৫। 'মধুমাখা' শব্দের সঠিক ব্যাসবাক্য কি?
- মধু দ্বারা মাখা
৬৯৬। বেদের মেয়ে নাটকটি কার রচনা?
- জসীম উদ্‌দীন
৬৯৭। 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচিয়তা—
- শামসুর রাহমান
৬৯৮। 'রঙ্গপুর বার্তাবহ' সংবাদপত্রটি কতসালে প্রথম প্রকাশিত হয়?
- ১৮৪৭ সালের আগষ্ট মাসে
৬৯৯। ইসলামিক রেনেসাঁর কবি কে?
- ফররুখ আহমদ
৭০০। জামাই বারিক প্রহসনটি কার রচিত?
- দীনবন্ধু মিত্র

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    1856 Views
    by romen
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    274 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]