Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2503
৬০১। কদাচর শব্দটি কোন সমাস?
- কর্মধারয়
৬০২। ঘরে-বাইরে কোন সমাস—
- অলুক দ্বন্দ্ব
৬০৩। ক্রিয়া ও ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়—
- কৃৎ প্রত্যয়
৬০৪। শত্রুকে দমন করে যে — এই বাক্যের এক কথায় প্রকাশ—
- অরিন্দম
৬০৫। করপল্লব কোন সমাসের উদাহরণ?
- উপমিত কর্মধারয়
৬০৬। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
- ক্রিয়া
৬০৭। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- অগ্নিবীণা
৬০৮। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাটা সম্পাদক কে ছিলেন?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬০৯। সধবার একাদশী কোন ধরনের রচনা?
- প্রহসন
৬১০। এক পয়সার বাঁশি কোন ধরনের রচনা—
- ছোটদের জন্য রচিত
৬১১। মহান বিজ্ঞানী জগদীশ রচনার লেখকের নাম কি?
- বন্দে আলী মিয়া
৬১২। নারীতীর্থ প্রতিষ্ঠান কে গড়ে তোলেছিল?
- মোহাম্মদ লুৎফর রহমান
৬১৩। অন্নদাশঙ্কর রায়ের 'পারী' একটি—
- ভ্রমণকাহিনী
৬১৪। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
৬১৫। ডাক-হরকরা গল্পের প্রধান চরিত্র কে?
- দীনু
৬১৬। কবি ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
- যশোর
৬১৭। 'এসো বিজ্ঞানের রাজ্যে'— প্রবন্ধগ্রন্থটির লেখক কে?
- আবদুল্লাহ আল মুতী
৬১৮। বাংলার মুখ — কবিতাটির রচিয়তা কে?
- জীবনানন্দ দাশ
৬১৯। "বল দেখি এ জগতে ধার্মিক কে হয়'
সর্ব জীবে দয়া যার ধার্মিক সে হয়" — কবিতাংশটির রচিয়তা কে?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬২০। 'একটি পাখি' কবিতায় "পাখি" শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিশাল শূণ্যতা
৬২১। 'জীবন বিনিময়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বুলবুলিস্তান
৬২২। 'ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।' — এ চরণ দুটির রচিয়তা–
- কাজী নজরুল ইসলাম
৬২৩। জহির রায়হানের 'সময়ের প্রয়োজনে' গল্পটির ঘটনা—
- মুক্তিযুদ্ধের
৬২৪। 'ওদের জন্য ভালোবাসা' প্রবন্ধটির লেখক কে?
- মাহবুবুল হক
৬২৫। 'শাহজাহানের মৃত্যুস্বপ্ন' কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়?
- রূপছন্দা
৬২৬। 'বসন্ত' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- পশারিণী
৬২৭। ইতর বিশেষ — বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- পার্থক্য
৬২৮। তসবির শব্দের অর্থ কি?
- ছবি
৬২৯। প্রকৃতি বলতে কি বুঝায়?
- শব্দের মূল
৬৩০। বাঁশি বাজে ওই দূরে — কোন বাচ্যের উদাহরণ?
- কর্ম–কর্তৃবাচ্যের
৬৩১। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
- ব্রাহ্মী লিপি
৬৩২। 'জমাখরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য —
- জমা ও খরচ
৬৩৩। ব্যাকরণের প্রধান কাজ —
- ভাষার বিশ্লেষণ
৬৩৪। তিনি চোখে দেখেন না। — বাক্যটিতে 'চোখে' শব্দটির কারক বিভক্তি কোনটি?
- করণে ৭মী
৬৩৫। "কাকনিদ্রা" শব্দটির অর্থ কি?
- অগভীর সতর্ক নিদ্রা
৬৩৬। 'নীল যে অম্বর = নীলাম্বর' — কোন সমাস?
- কর্মধারয়
৬৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক "নটীর পূজা" কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬ সাল
৬৩৮। আনন্দমঠ উপন্যাসটি কার রচিত?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬৩৯। অমর কাব্য — অনুবাদ গ্রন্থটি কার রচনা?
- ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
৬৪০। ফণিমনসা কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম
৬৪১। চিঠি নাটকটির রচিয়তা —
- মুনীর চৌধুরী
৬৪২। রাণী খালের সাঁকো — কার বিখ্যাত কাব্য?
- আহসান হাবীব
৬৪৩। শাহাদৎ হোসেন রচিত নাটক —
- মনসদের মোহ
৬৪৪। এক মুঠো জন্মভূমি — উপন্যাসের লেখক কে?
- সৈয়দ শামসুল হক
৬৪৫। সমাগম উপন্যাসের জনক —
- শওকত ওসমান
৬৪৬। আশায় বসতি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- আহসান হাবীব
৬৪৭। কারক শব্দটির অর্থ —
- যা ক্রিয়া সম্পাদন করে
৬৪৮। 'সকলকে মরতে হবে'— বাক্যে "সকলকে" কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে দ্বিতীয়া
৬৪৯। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন —
- চর্যাপদ
৬৫০। কূপমন্ডুক বাগধারাটির অর্থ —
- সীমিত জ্ঞানের মানুষ

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    271 Views
    by mousumi
    0 Replies 
    1886 Views
    by romen
    0 Replies 
    573 Views
    by sajib
    0 Replies 
    988 Views
    by rajib
    0 Replies 
    379 Views
    by kajol

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]