Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2480
৪০১। মোসলেম ভারত পত্রিকাটি কে সম্পন্ন করেন?
- মোজাম্মেল হক
৪০২। টুনি চরিত্রটি কোন উপন্যাসের?
- হাজার বছর ধরে
৪০৩। নীহারিকা দেবী কার ছদ্মনাম?
- অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৪০৪। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'বিখ্যাত কবিতা' একটি—
- পত্রিকা
৪০৫। স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম কি ছিল?
- অবধূত
৪০৬। 'অভাগা যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়' প্রবাদটির রচিয়তা কে?
- মুকুন্দরাম
৪০৭। 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের প্রকৃতি কি?
- মুক্তিযুদ্ধ চালাকলীন স্মৃতিকথা
৪০৮। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না— উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪০৯। বাংলা সাহিত্যে গাজী মিয়া কে?
- মীর মশাররফ হোসেন
৪১০। বাউল গানকে কি সাহিত্য বলা হয়?
- তত্ত্ব সাহিত্য
৪১১। কবিগানের রচিয়তা ছিলেন কারা—
- নিম্ন বর্ণের হিন্দু
৪১২। চাচা কাহিনীর লেখক কে?
- সৈয়দ মুজতবা আলী
৪১৩। পঞ্চপাণ্ডব বলা হয় কাদের—
- তিরিশের কবিদের
৪১৪। খানকাহ্ কি?
- সুফীদের আস্তানা
৪১৫। 'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি'— চরণটি কোন কবিতার অংশ?
- দুই বিঘা জমি
৪১৬। 'কত ছবি, কত গান'— এর লেখক কে?
- আলাউদ্দিন আল আজাদ
৪১৭। "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে" —এই চরণটি কার লেখা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪১৮। "এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর" —এ পঙতিটির রচিয়তা কে?
- বিদ্যাপতি
৪১৯। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের একটি —
- রম্যরচনা গ্রন্থ
৪২০।' কার্য ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- √কৃ + য
৪২১। দিন ও রাতের সন্ধিক্ষণ— এক কথায় কি হবে?
- গোধূলি
৪২২। 'স্মৃতিসৌধ' কোন কর্মধারয় সমাস?
- মধ্যপদলোপী
৪২৩। যে কাজ এখনো চলছে তাকে কি বলে?
- ঘটমান বর্তমান
৪২৪। ' আমার বই পড়া হয়েছে ' বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে —
- আমি বই পড়েছি
৪২৫। 'চকলেট' কোন ভাষার শব্দ?
- মেক্সিকান
৪২৬। 'নজরুলজয়ন্তী' হচ্ছে—
- নজরুলের জন্ম দিবস
৪২৭। 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' — এখানে কিংবা কোন অব্যয়?
- বিয়োজক অব্যয়
৪২৮। 'সন্ধ্যায় সূর্য অস্ত যায়' — কোন বর্তমান কালের উদাহরণ?
- নিত্যবৃত্ত
৪২৯। 'গাঁয়ে ফু দিয়ে বেড়ানো' বাগধারাটির অর্থ কি?
- কোন দায়িত্ব গ্রহণ না করা
৪৩০। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে?
এই কবিতাংশটুকু কোন কবির রচনা—
- সুকুমার রায়
৪৩১। সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার —
- গিরিশ চন্দ্র
৪৩২। 'কবর' কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন?
- শাপলার হাটে
৪৩৩। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
- চার
৪৩৪। কাজী নজরুলের প্রথম রচনা কোনটি?
- বাউন্ডেলের আত্নকাহিনী
৪৩৫। সকল দেশের রানী সে যে– আমার জন্মভূমি — চরণটি কোন কবির রচনা?
- দ্বিজেন্দ্রলাল রায়
৪৩৬। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক?
- শরৎচন্দ্র
৪৩৭। 'শূণ্যপুরাণ' এর রচিয়তা কে?
- রামাই পণ্ডিত
৪৩৮। 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কে রচনা করেন?
- হুমায়ূন আহমেদ
৪৩৯। 'ডালভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
- মিলনার্থক
৪৪০। সাম্রাজ্যের চেয়েও বড় রচনায় 'বড়' কে?
- শেকস্ পিয়র
৪৪১। পল্লী বর্ষা কবিতায় 'রঙ্গিন চিঠি' কোন পথ দিয়ে যায়?
- কেয়া বনের পথ
৪৪২। 'ফি-বছর' — সঠিক ব্যাসবাক্য কোনটি?
- বছর বছর
৪৪৩। মহত্বের শক্তি প্রবন্ধটির রচিয়তা কে?
- এয়াকুব আলী চৌধুরী
৪৪৪। 'সবুজের অভিযান' কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বলাকা
৪৪৫। 'আজ রবিবার নাটকটির রচিয়তা কে?
- হুমায়ূন আহমেদ
৪৪৬। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
- দিগদর্শন
৪৪৭। 'এই বনে বাঘের ভয় নেই'। বাক্যে "বাঘের" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ষষ্ঠী
৪৪৮। বেটাইম শব্দটির গঠন—
- ফারসি+ইংরেজি
৪৪৯। ঊনপঞ্চাশের মনন্ত্বর — পটভূমির নাটক কোনটি?
- নেমেসিস
৪৫০। কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিক থেকে? উভয়েই—
- সাধক
৪৫১। কবি ফররুখ আহমদ 'বৃষ্টি' কবিতায় তুলে ধরেছেন—
- গ্রীষ্ণকালীন প্রকৃতির রূপ
৪৫২। 'রসগোল্লা' রম্যরচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- ধূপছায়া
৪৫৩। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা কোনটি?
- মাগো ওরা বলে
৪৫৪। 'ওরে নবীন, ওরে আমার কাঁচা'— চরণটির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৫৫। ফুলকুমারী শব্দটি কোন সমাস?
- উপমিত কর্মধারয়
৪৫৬। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। এই বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?
- বিশেষ্য
৪৫৭। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি?
- আদি স্বরাগম
৪৫৮। 'ড় ও ঢ়' ধ্বনি দুটিকে কি বলে?
- তাড়নজাত ধ্বনি
৪৫৯। ঘনশ্যাম কোন সমাস?
- উপমান কর্মধারয়
৪৬০। নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান?
- আষাঢ়
৪৬১। বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে—
- পদ
৪৬২। শব্দ ও ধাতুকে বলে?
- প্রকৃতি
৪৬৩। অপব্যয় এর 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
- অপকর্ম
৪৬৪। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
- বিষমীভবন
৪৬৫। ইসক্রা কাব্যগ্রন্থটি কার রচিত?
- নির্মলেন্দু গুণ
৪৬৬। 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' চরণটির রচিয়তা কে?
- চন্ডীদাস
৪৬৭। নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- ধানখেত
৪৬৮। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কী ভাসে। এ লাইন দুটির রচিয়তা কে?
- আল মাহমুদ
৪৬৯। তিতাস একটি নদীর নাম কি জাতীয় গ্রন্থ?
- উপন্যাস
৪৭০। সারেং বউ কোন জাতীয় রচনা?
- উপন্যাস
৪৭১। বড়াই ও রাধা চরিত্রদ্বয় এর স্রষ্টা কে?
- চণ্ডীদাস
৪৭২। বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে?
- হেমচন্দ্রকে
৪৭৩। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম?
- মোহিতলাল মজুমদার
৪৭৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
- ১৯০১ সালে
৪৭৫। 'নৌকা ঘাটে বাঁধা' এখানে 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭ মী
৪৭৬। বৃহৎ + পতি =বৃহস্পতি কোন সন্ধির উদাহরণ?
- নিপাতনে সিদ্ধ
৪৭৭। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- যৌগিক স্বর
৪৭৮। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
- কার
৪৭৯। বিচরণ শব্দে 'বি' উৎসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
৪৮০। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয়–
- কোলন
৪৮১। 'গা সহা' কোন সমাস?
- উপপদ তৎপুরুষ
৪৮২। ঝন্ ঝন্ করে কাচের গ্লাসটি ভেঙ্গে গেল। এখানে ঝন্ ঝন্ –
- ধ্বন্যাত্মক অব্যয়
৪৮৩। ভাষার কোন রীতিতে 'সর্বনাম ও ক্রিয়া' পদ বিস্তারিত?
- সাধু
৪৮৪। উ এবং ঊ কোন স্থান থেকে উচ্চারিত হয়?
- ওষ্ঠ
৪৮৫। নির্মাল্য কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- কামিনী রায়
৪৮৬। 'চর্যাপদের' মূল বিষয়বস্তু কি?
- বৌদ্ধধর্মের সাধন-ভজন
৪৮৭। বোবা কাহিনী উপন্যাসের রচিয়তা কে?
- জসীমউদ্দীন
৪৮৮। ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- জীবনানন্দ দাস
৪৮৯। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
- কৃপার শাস্ত্রের অর্থভেদ
৪৯০। জয়যাত্রা কবিতায় আত্মার বন্ধন বলতে কি বুঝিয়েছেন?
- বিশ্বমানবতার একাত্নতা
৪৯১। 'খেয়া' রবি ঠাকুরের একটি–
- কাব্যগ্রন্থ
৪৯২। কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
- নবকুমার
৪৯৩। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি?
- জন্ম-দুঃখী
৪৯৪। ভাঙ্গা কুলা গল্পের বড় মিঞা চরিত্রটি–
- ভালানটিয়ার সরদার
৪৯৫। বনফুল কার ছদ্মনাম?
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৯৬। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি–
- কাহিনীকাব্য
৪৯৭। সিন্ধু হিন্দোল কাব্যের বিখ্যাত কবিতা কোনটি?
- দারিদ্র
৪৯৮। বেহুলা গীতাভিনয় নাটকটি কে রচনা করেন?
- মীর মশাররফ হোসেন
৪৯৯। কমেডি অব এররস থেকে অনুদিত গ্রন্থ হল–
- ভ্রান্তিবিলাস
৫০০। যোগাযোগ উপন্যাসের নায়িকা চরিত্র কে?
- কুমুদিনি

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1841 Views
    by romen
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    207 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]