Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2453
● "ফুলকুমারী" শব্দটি কোন সমাস = উপমিত।
● "ক্ষুধিত পাষাণ" কোন সমাস = কর্মধারয়।
● অর্ধচন্দ্র" কোন সমাস = তৎপুরুষ সমাস।
● রহিম ধোপাকে (কাপড়) ধুতে দিলো এটি কোন কারক = কর্মকারক।
● (দশে) মিলে করি কাজ হারিজিতি নাহি লাজ = কর্তৃকারক।
● "কলসটি কানায় কানায় পরিপূর্ণ" কোন কারনে কোন বিভক্তি = অধিকরণে সপ্তমী
● "জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়" এখানে "জেলে" কোন কারকে কোন বিভক্তি = কতৃকারকে প্রথমা বিভক্তি।
●" টাকায় কিনা হয়" এখানে "টাকায়" কোন কারকে কোন বিভক্তি = করণে সপ্তমী।
● "বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা" বাক্যটিতে "বিপদে" কোন কারকে কোন বিভক্তি = অপদানে সপ্তমী
● "এ সাবানে কাপড় কাচা চলবে না" এখানে "সাবানে" কোন কারকে কোন বিভক্তি = করণে সপ্তমী।
●" আপনি কি পুকুরে গোসল করবেন" এখানে "পুকুরে" হলো = অধিকরণ কারক।
● " বাদলের ধারা ঝরে ঝর ঝর" এখানে "বাদলের" কোন কারকে কোন বিভক্তি = অপদানে ষষ্ঠী বিভক্তি।
● অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে এমন বাক্য = জমি থেকে বাড়ি দেখা যায় ।
● "ঘরেতে ভোমর এল গুনগুনিয়ে" এখানে ঘরেতে কোন কারক = অধিকরণে সপ্তমী।
● "আলোয় আধার দূর হয়" এখানে "আলোয়" কোন কারকের উদাহরণ = করণে সপ্তমী।
● "পৃথিবীতে কে কাহার" এখানে "পৃথিবীতে" কোন কারকে কোন বিভক্তি = অধিকরণে সপ্তমী।
● " বুলবুলিতে ধান খেয়েছে" এখানে "বুলবুলিতে" কোন কারকে কোন বিভক্তি = কতৃকারকে সপ্তমী।
● "যেমন কাজ করবে তেমন ফল পাবে" বাক্যটির সরল রূপ কি হবে = কাজ অনুযায়ী ফল পাবে।
● "ডাক্তার সাহেবের হাতযশ ভালো" এ বাক্যে "হাত" ব্যবহার হয়েছে = নিপুনতা অর্থে।
● " টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ" এখানে" মুখ" কি অর্থে ব্যবহৃত হয়েছে = সম্মান।
● বাক্যের তিনটি গূন = আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
●" সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত" এটি কোন বাক্যের উদাহরণ = সরল।
● " কোথায় থাকা হয়" " কোথায় যাওয়া হচ্ছে" কোন বাক্যের উদাহরণ = ভাব বাচ্য
● " পড়া শেষে খেলতে যাবো" এ বাক্যে কোন লক্ষণ প্রকাশিত = অভিপ্রায়।
●" আমার বই পড়া হয়েছে" বাক্যটিতে কতৃবাচ্য রূপ হচ্ছে = আমি বই পড়েছি।
● "তুমি বেড়ালে" এই বাক্য ভাববাচ্যে রূপান্তরিত করলে হবে = তোমার বেড়ানো হলো।
●" বাঁশি বাজে ঐ দূরে" কোন বাচ্যের উদাহরণ = কর্ম-কতৃবাচ্য।
●" চাঁদ দেখা যাচ্ছে" এই বাক্যটিতে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে = কর্মকতৃবাচ্য।
● 'Adhoc' এর পরিভাষা কি = তদর্থক।
● বাংলা বাক্যের শেষে ব্যবহার হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা = 2 টি।
● " Affidavit" এর পরিভাষা কি = শপথনামা।
● প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয় = ব্যাখ্যামূলক অর্থে।
● বাংলা সাহিত্যের যদি চিহ্নের ব্যবহার প্রচলন করেন = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
● হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে = বিস্ময়।
● বাক্যে সেমিকোলন(থাকলে কতক্ষণ থামতে হয় = 1 বলার দ্বিগুণ সময়।
● দুটি পদের সংযোগস্থলে কি বসে = ড্যাশ।
● লেখার সময় আমরা বিশ্রামের জন্য যে চিহ্ন গুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে = বিরাম চিহ্ন।
● বিরাম চিহ্ন কেন ব্যাবহার করা হয় = বাক্যের অর্থ স্পষ্টকরনের জন্য।
●" আক্কেল সেলামি" বাগধারাটির অর্থ কি = বোকামির দন্ড।
● " সোনার পাথর বাটি" বাগধারাটির অর্থ কি = অলীক যন্ত্র।
● " মাছের মা" বাগধারাটির অর্থ কি = নিষ্ঠুর।
● বাংলা বাগধারায় " কাঁঠালের আমসত্ত্ব" এর অর্থ কি = অসম্ভব ব্যাপার।
● " পর্বতের মুষিক প্রসব" প্রবচনটির অর্থ কি = বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।
● "যে উপকারীর অপকার করে" এক কথায় কি বলে = কৃতঘ্ন।
● " চোখের বালি " অর্থ কি = শত্রু।
● " খাস খালুকে প্রজা" প্রবাদটির অর্থ কি = খুব অনুগত ব্যক্তি।
● "শুকনী মামা" এর অর্থ কি = কুচক্রী লোক।
● " বর্ণচোরা" বাগধারাটির অর্থ কি = ভন্ডসাধু।
● চক্ষু দান করা অর্থ কি = চুরি করা।
● " পল্লবগ্রাহিতা" শব্দটির সঠিক অর্থ কি = ভাসা ভাসা জ্ঞান।
● "হাতির পাঁচ পা দেখা" এই বাগধারাটির অর্থ কি = গর্বে আনন্দিত হওয়া।
● " বল বীর বল উন্নত মম শির" বাক্যটি কি = আদেশসূচক।
● "আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো" বাক্যটিতে কোন দোষ আছে = সাধু ও চলিত ভাষার মিশ্রণ।
● কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, বাক্য টি কোন প্রকারের = যৌগিক।
● "যদি সত্য বল মুক্তি পাবে" এটি কোন ধরনের বাক্য = মিশ্র বাক্য।
● " যখন তোমার হাতে টাকা হবে, তখন আমায় দিও" কোন ধরনের বাক্য = জটিল।
● " বিদ্বান লোক সকলের কাছে শ্রদ্ধার পাত্র" এটি কোন ধরনের বাক্য = সরল বাক্য।
● " তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নি" এটি কেমন বাক্য = যৌগিক বাক্য।
● "সুচী নিয়মিত পড়াশুনা করে বলে পুরষ্কার পায়" এই জটিল বাক্যের সরলরূপ হবে = নিয়মিত পড়াশুনা করার কারনেই সুচী পুরষ্কার পায়।
● গঠন অনুসারে বাক্য কয় প্রকার = তিন প্রকার।
● " The anti - socials are still at large -এর সঠিক বঙ্গানুবাদ নিচের কোনটি = সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে।
● Excise duty পরিভাষা কি = আবগারি শুল্ক।
● কোন শব্দ যুগল শুদ্ধ = দরিদ্রতা, শ্রদ্ধাঞ্জলি, উর্দ্ধ।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    40 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    86 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]