Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2436
1) রোমান অক্ষরে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ হল পর্তুগীজ বাংলা ব্যাকরণ। (ম্যানুয়েল দ্য আসুস্মসাঁও, ১৭৪৩)
2) ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ হল A Grammar of Bengali Language. এন. বি, হ্যালহেড, ১৭৭৮
3) বাঙালির লেখা ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ -- গৌড়িয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়, ১৮২৬।
4) বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য স্বপ্ন দর্শন । বিহারীলাল চক্রবর্তী। ১৫৫৮।
5) বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন- প্রাচীনতম ও প্রথম নিদর্শন চর্যাপদ।
6) বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন। বড়ু চন্ডীদাস।
7) ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কৃপার শাস্ত্রের অর্থভেদ। ম্যানুয়েল দ্য আসুস্মসাঁও । ১৭৩৪।
8) বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই কথোপকথন। উইলিয়াম কেরি। ১৮০১।
9) বাঙালির লেখা বাংলা অক্ষরে প্রথম মৌলিক গ্রন্থ -- জীবন গ্রন্থ। রাজা প্রতাপাদিত্য চরিত।
10) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ বঙ্গ ভাষা ও সাহিত্য।
11) বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকারী নবীন চন্দ্র সেন।
12) বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ। মাইকেল মধুসুধন দত্ত। ১৮৬১।
13) বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা। শাহ মুহম্মদ সগীর।
14) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। প্যারিচাঁদ মিত্র। ১৮৫৮।
15) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৬৫।
16) বাংলা সাহিত্যের প্রথম রোমানটিক উপন্যাস কপাল কুন্ডলা। ১৮৬৬।
17) বাংলা সাহিত্যের প্রথম নাটক ভদ্রার্জুন। তারাচরণ শিকদার। ১৮৫২।
18) বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব। রামনারায়ন তর্করত্ন। ১৮৫৪।
19) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডী নাটক কৃষ্ণকুমারী। মাইকেল মধুসুধন দত্ত। ১৮৬১।
20) বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক - একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
21) বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক শর্মিষ্ঠা। মাইকেল মধুসুধন দত্ত। ১৮৫৮।
22) ১৯ শতকের প্রথম মুসলিম গদ্য লেখক খন্দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী।
23) কাব্য রচনাকারী প্রথম মুসলিম কবি মোজাম্মেল হক।
24) প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
25) রোমানটিক প্রণোয়পাখ্যানের প্রথম কবি শাহ মুহম্মদ সগীর।
26) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন।
27) বাঙলি মুসলমান রচিত প্রথম উপন্যাস রত্নাবলী। মীর মোশাররফ হোসেন। ১৮৬৯।
28) বাঙালি মুসলমান রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। মীর মোশাররফ হোসেন। ১৮৭৩।
29) বাঙালি মুসলমান রচিত প্রথম গদ্য মহাকাব্য বিষাদসিন্দু। মীর মোশাররফ হোসেন। ১৮৯১।
30) বাঙালি মুসলমান রচিত প্রথম মহাকাব্য মহাশ্মশান । কায়কোবাদ ১৯০৪।
31) বাংলা মাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি মাহমুদা খাতুন সিদ্দিকা।
32) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা গদ্য লেখিকা বিবি তাহেরননেছা।
33) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিক বিবি তাহেরননেছা।
34) বাংলা সাহিত্যের পথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী।
35) বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী কবি কাজী নজরুল ইসলাম।
36) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্যরচনাকারী ও অনন্য গদ্যশৈলীর স্রষ্টা সৈয়দ মুজতবা আলী।
37) বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
38) বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী প্রমথ চৌধুরী।
39) বাংলা ভাষার আদি কবি লুইপা।
40) পুঁথি সাহিত্যের প্রতম স্বার্থক কবি ফকির গরীবুল্লাহ।
41) পদাবলীর প্রথম কবি চন্ডীদাস।
42) পুঁথি সাহিত্যের প্রচীনতম লেখক সৈয়দ হামজা।
43) আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবি বিহারীলাল চক্রবর্তী।
44) বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি বিহারীলাল চক্রবর্তী।
45) বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বোধ সম্পন্ন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
46) বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত।
47) বাংলায় প্রথম সনেট রচনাকারী/ প্রথম মহাকাব্য রচনাকারী মাইকেল মধুসূদন দত্ত।
48) সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রস্তুত করেন চার্লস উইল কিনস্ ।
49) বাংলা অক্ষর প্রথম খোদাইকারী পঞ্চানন কর্মকার।
50) বাংলায় রামায়নের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা এবং মহিলা চন্দ্রাবতী।
51) বাংলায় মহাভারত এর প্রথম অনুবাদক কাশীরাম দাস।
52) উপমহাদেশের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট।
53) বাংলায় প্রকাশিত প্রথম সামযিকী দিকদর্শন, সম্পাদক জন ক্লার্ক মাশম্যান। ১৮১৮।
54) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভারাজেন্দ্র, সম্পাদক শেখ আলীমুল্লাহ। ১৮৩১।
55) বাংলায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা আজাদ, সম্পাদক মুহাম্মদ আকরাম খাঁ। ১৯৩৫।
56) বাংলায় প্রথম প্রকাশিত পত্রিকা সমাচার দর্পণ। সম্পাদক উিইলিয়াম কেরী। ১৮১৮।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    274 Views
    by kajol
    0 Replies 
    118 Views
    by shanta
    0 Replies 
    693 Views
    by shanta
    0 Replies 
    732 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]