Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2407
• কত গ্রাম কত পথ যায় সরে সরে
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। -------------------------- রানার, সুকান্ত ভট্টাচার্য

• এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্তু-পিঠে
চলে যেতে হবে আমাদের। ------------------------------------ ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য

• এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। -------------------------- ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য

• যে শিশু ভূমিষ্ট হল আজ রাতে তার মুখে খবর পেলুম
সে পেয়েছে ছাড়পত্র এক। ------------------------------------------- সুকান্ত ভট্টাচার্য

• এ নদীর পাশে মজা নদী বার মাস
বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। ------------------------------------ গায়ে, সুকান্ত ভট্টাচার্য

• এমন যদি হত
ইচ্ছে হলেই আমি হতাম
প্রজাপতির মত। ----------------------------------------- এমন যদি হত, সুকুমার বড়ুয়া

• লোকে কয়, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। ------------------------------ পাকাপাকি, সুকুমার রায়

• আহা, কি মধুর ওই আযানের ধ্বনি
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। ------------------------ আযান, কায়কোবাদ

• আমি তো পাগল হয়ে যাই যে মধুর তানে
কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে। ---------------- আযান, কায়কোবাদ

• পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুরিয়া যাও। ----------------------------------- সুখ, কামিনী রায়

• করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে। --------------------- পাছে লোকে কিছু বলে, কামিনী রায়

• তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের করে
অর্পণ করেছে নিজে প্রত্যেকের পরে
দিয়েছে শাসনভার হে রাজাধিরাজ । ----------------- ন্যায়দণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর

• সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে, কবি এক জাগে;
কত কথা পুষ্প প্রায়, বিকশি তুলিতে চায় কত অনুরাগে। ---------------- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘১৪০০ সাল’ নামক কবিতা হতে সংকলিত

• তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ
তাই তব জীবনের বথ
পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার
চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই। ------------------------------ শাজাহান, রবীন্দ্রনাথ ঠাকুর

• বিপদে মোরে রক্ষা কর
এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়। ------------------------- আত্নত্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর

• সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়। ----------------------- আত্নত্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর

• দেবতারে যাহা দিতে পারি, দিই তাই প্রিয়জনে
প্রিয়জনে যাহাদিতে পাই
তাই দেব দেবতারে। --------------------------------- বৈষ্ণব কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর

• ওরে নবীন’ ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। ---------------- সবুজের অভিযান, রবীন্দ্রনাথ ঠাকুর

• মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ------------------ কড়ি ও কোমল, রবীন্দ্রনাথ ঠাকুর

• উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই, ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই-তার ক্ষয় নাই। -------------------- রবীন্দ্রনাথ ঠাকুর

• যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমতায় ভালো মন্দ মিলায়ে সকলি,
এবার পুঁজায় তারি আপনারে দিতে চাই বলি। --------------------- রবীন্দ্রনাথ ঠাকুর

• ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার,
সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।
----------মোহিতলাল মজুমদার

• হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান।
তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান
কণ্টক মুকুট শোভা। -------------------- দারিদ্র্য, কাজী নজরুল ইসলাম

• গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই,
নহে কিছু মহীয়ান।” ---------------------- কাজী নজরুল ইসলাম

• গাহি তাহাদের গান
বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আগুয়ান। ---------- কাজী নজরুল ইসলাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]