Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2401
বাংলা ভাষার আদিকবি
- লুইপা
আদি কবিদের মধ্যে সর্বাধিক কাব্য
রচনা
- কানহপা
পদাবলীর প্রথম কবি
- চণ্ডীদাস
প্রাচীনতম বাঙালি মুসলমান কবি
- শাহ্ মোহাম্মাদ সগির
পুথি সাহিত্যের প্রাচীন লেখক
- দৌলৎ কাজী
সার্থক নাট্যকার/ সনেট রচনাকারী/মহাকাব্য রচয়িতা
- মাইকেল মধুসূদন দত্ত
প্রথম মহিলা কবি
- চন্দ্রাবতী
মহিলা উপন্যাসিক
- স্বর্ণকুমারী দেবী
প্রথম সার্থক উপন্যাসিক
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রথম যতি চিহ্নের ব্যাবহার করেন
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রথম চলিত রীতি রচনা করেন
- প্রমথ চৌধুরী
বাংলা ব্যাকরণ প্রথম রচনাকারী (অবাঙ্গালী)
- মানুএল দ্যা অ্যাসসুম্পাও
বাংলা অক্ষর প্রথম খোদাইকারী
- পঞ্চানন কর্মকার।

***বাংলা একাডেমী থেকে প্রকাশিত***
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান রচনা করেন
- ড. মুহাম্মদ শহিদুল্লাহ
বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান রচনা করেন
- আহমদ শরীফ
বাংলা একাডেমী ইংরেজী বাংলা অভিধান রচনা করেন
- জিল্লুর রহমান সিদ্দিকী
প্রমিত বাংলা বানান অভিধান রচনা করেন
- জামিল চৌধুরী
সমকালীন বাংলা ভাষার অভিধান রচনা করেন
- আবু ইসহাক
ঐতিহাসিক অভিধান রচনা করেন
- মনজুরুল রহমান।

***বাংলা সাহিত্যে প্রথম***
বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক
- ভদ্রার্জুন
প্রথম সার্থক বাংলা নাটক
- শর্মিষ্ঠা
প্রথম সার্থক বাংলা কমেডি
- পদ্মাবতী
- বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডী নাটক
- কীর্তিবিলাস
- প্রথম সার্থক বাংলা ট্র্যাজেডী নাটক
- কৃষ্ণকুমারী

***মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস***
রাইফেল রোটি আওরাত
- আনোয়ার পাশা
নিষিদ্ধ লোবান
- সৈয়দ সামসুল হক
জাহান্নাম হইতে বিদায়/নেকড়ে অরণ্য
- শওকত ওসমান
দুই সৈনিক/জলাংঙ্গী
- শওকত ওসমান
যাত্রা
- শওকত আলী
আগুনের পরমণি
- হুমায়ূন আহমেদ
শ্যামল ছায়া
- হুমায়ূন আহম্মেদ
উপমহাদেশ
- আল মাহমুদ
দেয়াল
- আবু জাফর সামসুউদ্দিন
খাচায়
- রশীদ হায়দার
বিধ্বস্ত রোদের ঢেউ
- সরদার জয়েন উদ্দিন
হাঙ্গর নদীর গ্রেনেড/যুদ্ধ
- সেলিনা হোসেন
কালো ঘোড়া
- ইমদাদুল হক মিলন
ফেরারী সুর্য
- রাবেয়া খাতুন
এ গোল্ডেন এজ
- তাহমিনা আনাম
একটি কলো মেয়ের কথা
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

***বিখ্যাত মহাকাব্য***
রামায়ণ - বাল্মীকি
মহাভারত - বেদব্যাস
ইলিয়াড/ওডেসি - হোমার
ইনিড - ভার্জিল
প্যারাডাইস লস্ট - মিলটন
শাহানামা - ফেরদৌসী।

***বিখ্যাত বাংলা মহাকাব্য***
মেঘনাদ বধ - মাইকেল মধুসূদন দত্ত
বৃত্ত সংহার কাব্য - হেমচন্দ্র বন্দোপাধ্যায়
রৈবতক/কুরুক্ষেত্র/প্রভাস - নবীনচন্দ্র সেন
মহাশ্মশান - কায়কোবাদ
স্পেন বিজয় কাব্য - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
হেলেনা কাব্য - আনন্দচন্দ্র মিত্ত্র
কাসেম বধ কাব্য - হামিদ আলী
পৃথ্বীরাজ/শিবাজী - যোগীন্দ্রনার্থ বসু।

***মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ***
A search for identity
- মেজর আব্দুল জলিল
The liberation of Bangladesh
- মেজর জেনারেল সুকওয়ান্ত সিং
একাত্তরের ঢাকা
- সেলিনা হোসেন
আমি বীরাঙ্গনা বলছি
- নীলিমা ইব্রাহিম।

****মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কথা***
আমি বিজয় দেখেছি - এম আর আখতার মুুকুল
একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরি - সুফিয়া কামাল
একাত্তরের বিজয় গাঁথা - মেজর রফিকুল ইসলাম
একাত্তরের সিশান - রাবেয়া খাতুন।

***মুক্তিযুদ্ধভিত্তিক নাটক***
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ সামসুল হক
তরঙ্গভঙ্গ - সৈয়দ ওয়ালীউল্লাহ
বকুলপুরের স্বাধীনতা - মতাজউদ্দিন আহমেদ
বর্ণচোর - মতাজউদ্দিন আহমেদ
কী চাহ শঙ্খচীল - মতাজউদ্দিন আহমেদ
নরকে লাল গোলাপ - আলাউদ্দিন আল আজাদ।

***ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ***
কবর নাটক - মুনীর চৌধুরী
উপন্যাস:-
আরেক ফাল্গুন
- জহির রায়হান
আর্তনাদ
- শওকত ওসমান
নিরন্তন ঘন্টাধ্বনি
- সেলিনা হোসেন
সম্পাদিত গ্রন্থ একুশে ফেব্রুয়ারী
- হাসনি হাফিজুর রহমান
জীবন থেকে নেওয়া /Let there be light চলচ্চিত্র
- জহির রায়হান
কাঁদকে আসিনি ,ফাঁসির দাবী নিয়ে এসেছি কবিতা
- মাহবুব-উল -আলম চৌধুরী।

***বিখ্যাত উপন্যাস***
ফুলমনি ও করুণার বিবরন (বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ)
- হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
আলালের ঘরের দুলাল (বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস)
- প্যারীচাঁদ মিত্র
দুর্গেশ নন্দিনী(বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস)
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুুতুম প্যাচার নকশা (হুতুমী ভাষা রীতিতে রচিত)
- কালী প্রসন্ন সিংহ
কল্পতরু(বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস)
- ইন্দ্রনার্থ বন্দ্যোপাধ্যায়
হাঁসুলী বাঁকের উপকথা
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
আব্দুল্লাহ (ধর্মীয় গোড়ামী ও কুসংস্কার আচ্ছন্ন তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজে এক কুসংস্কার মুক্ত
যুবকের লড়াই চিত্র)
- কাজী ইমদাদুল হক মিলন
জোহরা (তৎকালীন মুসলীম সমাজের অন্যায় অনাচারের চিত্র। কন্যার মতামত আগ্রাহ্য করে বিয়ে দিতে গিয়ে যে দুর্ভোগের সৃষ্টি তা-ই উপন্যাসটির উপজীব্য)
- মোজ্জামেল হক
আনোয়ারা (গ্রামীন জীবনের পটভূমিকায় রচিত এই উপন্যাস বাঙ্গালী মুসলমান সম্প্রাদায়ের পারিবারিক ও
সামাজিক চিত্র ফুটে উঠেছে)
- নজিবর রহমান
কেরী সাহেবের মুন্সি
- প্রমথনার্থ বিশি
রূপজালাল (আত্মজীবনীমূলক উপন্যাস)
- সওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
তিতাস একটি নদীর নাম
- অদ্বৈর্ত মল্লবর্মন
পদ্মা মেঘনা যমুনা
- আবু জাফর শামসুদ্দিন
নদী ও নারী
- হুমায়ুন আজাদ
উত্তম পুরুষ
- রশীদ করিম
ওয়ারিশ/কুলায় কলাস্রোত
- শওকত আলী
বঙ্গবিজেতা /মাধবী কঙ্কন/জীবন
প্রভাত /জীবন সন্ধ্যা
- রমেশ দত্ত
রূপসগর / সারাবেলা
- ইমদাদুল হক মিলন
পাপের সন্তান / অভিসপ্ত নগরী
- সত্যেন সেন
অনেক সূর্যের আশা / বিধ্বস্ত রোদের ঢেউ
- সরদার জয়েন উদ্দিন।

***বিখ্যাত নাটক***
কুলীনকুলসর্বস্ব(নাটক)/বেণীসংহার(নাটক)/নবনাটক(নাটক)/যেমন কর্ম তেমন ফল (প্রহশন)/উভয়সঙ্কট(প্রহশন)
- রামনারায়ন তর্করত্ন
শাহজাহান(ঐতিহাসিক নাটক)/নুরজাহান(ঐতিহাসিক নাটক)/মেবার পতন(ঐতিহাসিকনাটক)/তারাবাঈ/
কল্কির অবতার(প্রহশন)
- দিজেন্দ্রলাল রায়
নেমেসিস/রূপান্তর/নয়া খানদান(নাটক)
- নুরুল মোমেন
ওরা কদম আলী/ইবলিশ
- মামুনুর রশীদ
সেনাপতি/সুবচন নির্বাসনে
-আব্দুল্লাহ আল মামুন
পথিক/ছেড়া তার
- তুলশী লাহিড়ী
নবান্ন
- বিজন ভট্টাচার্য
স্পেন বিজয় মুসা
- ইব্রাহিম খলিল
আলীবাবা
- ক্ষিরোদপ্রসাদ
সিরাজদ্দৌলা
- সিকান্দর আবু জাফর।

।।..............................................।।
সাহিত্য সংস্কৃতি চিন্তা - আহমদ শরীফ
সাহিত্য সংস্কৃতি জীবন - আবুল ফজল
সাহিত্য ও সংস্কৃতি সাধনা - আবুল ফজল
সাংস্কৃতিক সাম্প্রায়িকতা - বদরুদ্দিন ওমর
সংস্কৃতির সংকট - বদরুদ্দিন ওমর
সংস্কৃতির কথা - মোতাহার হোসেন চৌধুরী
সংস্কৃতির চড়াই উৎরাই - শওতক ওসমান
সংস্কৃতির ভাংঙ্গা সেতু - আখতারুজ্জামান ইলিয়াস
আরন্য সংস্কৃতি - আবদুর ছাত্তার।

***বিবিধ***
তারা শংকর বন্দ্যোপাধ্যায় এর ত্রয়ী উপনাস
- গণদেবতা,ধাত্রীদেবতা ও পঞ্চগ্রাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপনাস
- আনন্দমঠ ,সীতারাম ও দেবী চৌধুরাণী
মেবার রাজ (উপন্যাস)
- স্বণকুমারী দেবী
মেবার পতন(নাটক)
- দ্বিজেন্দলাল রায়
অভিযাত্রিক (কাব্য)
- সুফিয়া কামাল
অভিযাত্রিক (উপন্যাস)
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জননী (উপন্যাস)
- মানিক বন্দ্যোপাধ্যায়
জননী(উপন্যাস)
- শওকত ওসমান।

***বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র***
মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা
- বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)
দীপাবলী চরিত্রের স্রষ্টা কে
- সমরেশ মজুমদার (দীপাবলী)।
রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)
ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)
সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)
নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(কপালকু-লা)
নবীন মাধব চরিত্রের স্রষ্টা
- দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)
ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা
- দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)
নন্দলাল চরিত্রের স্রষ্টা
- অমৃতলাল বসু (বিবাহ- বিভ্রাট)
দেবযানী চরিত্রের স্রষ্টা
- অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
নন্দিনী চরিত্রের স্রষ্টা কে
- রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)
রাইচরণ চরিত্রের স্রষ্টা
- রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)
মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা
- রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)
সুরবালা চরিত্রের স্রষ্টা
- রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে
- রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)
পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

***বাংলা সাহিত্যের সকল প্রথম***
বাংলা গদ্যের জনক
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের পথিকৃৎ
- উইলিয়াম কেরি
বাংলা গদ্য রীতির প্রবর্তক
- প্রমথ চৌধুরী
বাংলা গদ্য ছন্দের প্রবর্তক
- রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক
- রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ছোট গল্পের জনক
- রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা মুদ্রন শিল্পের জনক
- চার্লস উইলকিনস
সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন
- চার্লস উইলকিনস
বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন
- পঞ্চানন কর্মকার।
বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম
- দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত
সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম
- রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত
উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে
- পর্তুগিজরা।
উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম
- কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)
উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়
- ১৪৯৮ সালে
ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়
- ১৮৬০ সালে
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ
- নীলদর্পণ (১৮৬০)।
বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম
- রাজা প্রতাপাদিত্য চরিত্র
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা
- সমাচার সভারাজেন্দ্র।
বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক
- লায়লা সামাদ
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক
- শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা
- বিবি তাহেরন নেছা
বাইবেলের প্রথম অনুবাদক
- উইলিয়াম কেরি
বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা
- ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)
বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম
- ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪, প্রকাশকাল - ১৭৪৩)
বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা
- ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম
- ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A Grammar Of The Bengali Language” (মুদ্রন ও প্রকাশকাল - ১৭৭৬) এটি সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই।
বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা
- রাজা রামমোহন রায়
বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক
- বুদ্ধদেব বসুর “কাঠঠোকরা”
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক
- “একতলা দোতলা”

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    204 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]