Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2372
বিভিন্ন ব্যাংক পরীক্ষায় "সমাস" থেকে আসা প্রশ্ন সমূহঃ

🌟 কদর্থ কোন সমাস = কর্মধারয়। (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক )
🌟 কোনটি দ্বিগু সমাস = চৌরাস্তা। ( সোনালী ব্যাংক )
🌟 কোনটি বহুব্রীহি সমাস= দশানন। ( সোনালী ব্যাংক )
🌟 গায়ে হলুদ’ সমস্তপদ কোন সমাসের অন্তর্গত = অলুক তৎপুরুষ ( বেসিক ব্যাংক )
🌟 গোলাগুলি’ কোন সমাস = বহুব্রীহি সমাস। ( জনতা ব্যাংক )
🌟 চুলাচুলি, লাঠালাঠি, হাতাহাতি , ঘুষাঘুষি ’ কোন সমাস = দ্বন্দ্ব সমাস। ( জনতা ব্যাংক )
🌟 চুলে-কাঁটা ’ যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন =অলুক তৎপুরুষ। ( বেসিক ব্যাংক )
🌟 জীবন্মৃত’ এর ব্যাসবাক্য কোনটি = জীবিত থেকেও যে মৃত। ( বাংলাদেশ ব্যাংক )
🌟 তুষার শুভ্র’ কোন সমাসের উদাহরণ = উপমান কর্মধারয়। (বকধার্মিক, কুসুমকোমল) ( কর্মসংস্থান ব্যাংক )
🌟 দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে ’- এ বাক্যে দেবতার’ পদটি = সম্প্রদানে ষষ্ঠী। ( বেসিক ব্যাংক )
🌟 ধর্মঘট -এর ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় = ধর্ম রক্ষার্থে ঘট-কর্মধারয় সমাস। ( কর্মসংস্থান ব্যাংক )
🌟 নিঃসহায়’ শব্দটি কোন সমাস = বহুব্রীহি । ( বেসিক ব্যাংক )
🌟 নীল যে অম্বর = নীলাম্বর কোন সমাস = কর্মধারয়। ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 পঙ্কজ’ সমাসবদ্ধ পদটি কোন সমাস = উপপদ তৎপুরুষ। ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 পৌর সভা ’ কোন তৎপুরুষ সমাস = ষষ্ঠী ( বাংলাদেশ ব্যাংক )
🌟 বহুব্রীহির দৃষ্টান্ত = বেহেড। ( জনতা ব্যাংক )
🌟 বিশ্বকবি ’ এর সমাস = বিশ্বের কবি। ( বিডিবি , )
🌟 যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম = সমস্যমান পদ । ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে = অলুক সমাস। ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে = দ্বিগু সমাস। ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 যেসব সংস্কৃত শব্দ কোনোরুপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে = তৎসম শব্দ। ( বেসিক ব্যাংক )
🌟 লাঠিতে লাঠিতে যে লড়াই - লাঠালাঠি’ কোন সমাস = বহুব্রীহি। ( বাংলাদেশ ব্যাংক )
🌟 সংবাদপত্র কোন সমাস = মধ্যপদলোপী কর্মধারয়। ( জনতা ব্যাংক )
🌟 সতীর্থ’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য = সমান তীর্থ যার। (বহুবী্রহি) ( জনতা ব্যাংক )
🌟 সমাস গঠিত শব্দ = নরপুঙ্গর। ( বাংলাদেশ ব্যাংক )
🌟 সমাস নির্ণয় করুন দশ আনন যাহার - দশানন’ = বহুব্রীহি সমাস। ( বাংলাদেশ ব্যাংক )
🌟 সমাস ভাষাকে = সংক্ষিপ্ত করে। ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 সমাস শব্দের অর্থ কি = সংক্ষেপণ। ( পূবালী ব্যাংক লি )
🌟 সমাস’ শব্দের অর্থ কি = সংক্ষেপণ। ( বাংলাদেশ ব্যাংক )
🌟 সিংহাসন ’ শব্দটি কোন সমাস = মধ্যপদলোপী কর্মধারয়। ( কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক )
🌟 অধর পল্লব ’’ কোন সমাসের উদাহরণ = কর্মধারয়।
🌟 আরক্তিম ’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য = ঈষৎ রক্তিম ।(অব্যয়ীভাব সমাস)
🌟 গুরুকে ভক্তি -গুরুভক্তি’ - কোন সমাস = ২য়া তৎপুরুষ।
🌟 বিশ্ব কবি ’ সমাস কি হবে = বিশ্বের কবি।
🌟 মনোযোগ ’ শব্দটি কোন সমাস = ষষ্ঠী তৎপুরুষ।
🌟 মধ্যপদলোপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত কোনটি = হাসি মাখা মুখ- হাসিমুখ।
🌟 লাফালাঠি ’ কোন ধরনের সমাস = বহুব্রীহি।
🌟 হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব = মিলনার্থে।

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]