Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2107
গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দঃ পর্ব ১

মূল শব্দ - সমার্থক বা একার্থক শব্দ বা প্রতিশব্দ
পৃথিবী - ক্ষিতি, ভূ, অবনী, বসুমতী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী, বসুধা, মহী, উর্বী, পৃথী, ভুবন, জগৎ, অদিতি।
সূর্য - আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আদিত্য, অর্ক, কিরণমালী, বিভাকর, বিভাবসু, বিবস্বান, মিহির, আফতাব।
চাঁদ - ইন্দু, কুমুদিনীনাথ, চন্দ্র, চন্দ্রমা, সুধাংশু, হিমাংশু, হিমাকর, শীতাংশু, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশধর, শশাঙ্ক, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, শীতকর, কলানাথ, কলানিধি।
পিতা - আব্বা, জনক, বাবা
মাতা - গর্ভধারিণী, প্রসূতি, মা, জননী
পুত্র - ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ
কন্যা - মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, আত্মজা
স্বামী - নাথ, কান্ত, দয়িত
স্ত্রী - ভার্যা, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দার, কলত্র, বনিতা, কান্তা
রাজা - নরেন্দ্র, নরেশ, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল
নারী - অবলা, কামিনী, রামা, অঙ্গনা, ভামিনী, মহিলা, স্ত্রীলোক, রমণী
পক্ষী - বিহগ, বিহঙ্গম, দ্বিজ, খেচর, পাখি, বিহঙ্গ
কবুতর - কপোত, পায়রা
কাক - বায়স, পরভৃৎ
কোকিল - পরভৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত
ভ্রমর - মধুকর, মধুলেহ, মধুপ, ভোমরা, মৌমাছি, অলি, ভুঙ্গ, ষট্পদ
গরু - গো, গাভী, ধেনু
ঘোড়া - ঘোটক, বাজী, অশ্ব, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয়
বানর - শাখামৃগ, বাঁদর
সিংহ - কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, হর্যক্ষ।
হাতি - কুঞ্জর, করী, গজ, মাতঙ্গ, হস্তী, রদনী
হরিণ - শম্বর, মৃগ, কুরঙ্গ, ঋষ্য, সারঙ্গ, সুনয়ন, শিখী
সাপ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প, ভুজগ, ভুজঙ্গম, উরগ, পন্নগ, কাকোদর
ময়ূর - কলাপী, কেকা, শিখী, শিখণ্ডী, শিখণ্ডক, বর্হী
দেহ - গাত্র, গা, তনু, শরীর
কপাল - ললাট, ভাগ্য, অদৃষ্ট
কপোল - গাল, গণ্ডদেশ
চুল - অলক, কুন্তল, কেশ, চিকুর
চোখ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন, আঁখি(পদ্যে)
কান্না - রোদন, রোনাজারি
অশ্রু - নেত্রজল, লোর, আখি-নীর (পদ্যে)
ক্রোধ - কোপ, রোষ, রাগ, উষ্মা
আনন্দ - হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, আমোদ, উল্লাস, উচ্ছ্বাস
কান - কর্ণ, শ্রবণ
কথা - ভাষা, বাণী, উক্তি, বচন, বচঃ, বাক্য
হাত - কর, বাহু, ভুজ, হস্ত, পাণি
পা - পদ, পাদ, চরণ
দিন - দিবস, দিবা, বাসর, অহঃ
রাত্রি - শর্বরী, নিশা, নিশীথিনী, বিভাবরী, রজনী, যামিনী, ত্রিযামা, নিশি (কবিতায়)
অন্ধকার - আঁধার, তমসা, তম, তমঃ, তিমির, তমিস্র, নিরালোক, অমা, শর্বর
আলো - ভাতি, দীপ্ত, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, নূর, রওশন
জ্যোৎস্না - চন্দ্রিকা, কৌমুদী, চাঁদিনী (কবিতায়)
কিরণ - কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, রশ্মি
আকাশ - অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম, আসমান (পারসি)
বায়ু - অনিল, সমীর, মরুত, মরুৎ, সমীরণ, বাত, পবন
আগুন - অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন, হুতাশ, কৃশানু, জাতবেদাঃ, বৈশ্বানর, বিভাবসু, দহন, শিখা, কৃশানু, সর্বভূক, সর্বশুচি
জল - অম্বু, জীবন, নীর, পানি, সলিল, পয়ঃ, বারি, অপ, উদক, তোয়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]