Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2003
1. পঞ্চত্ব প্রাপ্ত অর্থ কি? মারা যাওয়া
2. ‘অয়োময়’ শব্দের অর্থ কী? লৌহময়
3. ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির লেখক কে? শওকত ওসমান
4. অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী ? স্ত্রীর প্রভাব
5. The girl is possessed- এর যথার্থ বাংলা অনুবাদ- মেয়েটি ভূতাবিষ্ট
6. anticipation শব্দের বাংলা পরিভাষা অনুমান
7. জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে-কে একশব্দে বলে- পরিবেদন
8. অর্থী-র বিপরীত শব্দ প্রত্যর্থী
9. বিদ্যুৎ-এর সমার্থক শব্দ শম্পা
10. ‘নিমজ্জন’ নাটকটি লিখেছেন সেলিম আল দীন
11. কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান ? মন্দির
12. তুলতুলা> লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ? ধ্বনিবিপর্যয়
13. ‘কড়ি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? কোমল
14. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? রক্তকরবী
15. ‘ময়নামতির চর’ কাব্যগ্রন্থটি কে লিখেছেন ? বন্দে আলী মিয়া
16. আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস লিখেছেন কে? আব্দুল করিম সাহিত্য বিশারদ
17. “উৎকুণ” শব্দের অর্থ ‒ উকুন
18. আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি? সোনালী কাবীন [১৯৭৩]
19. এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়? ৭টি
20. বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন ---মুক্তি
21. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা – মাওলানা আকরাম খাঁ
22. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক – দৌলত কাজী
23. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর
24. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা- গীতিকবিতা
25. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম- গোবিন্দলাল ও রোহিনী
26. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী
27. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা? শেখ ফজলল করিম
28. চর্যাপদে পদসংখ্যা কতটি? ৫১টি
29. লেবু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি
30. পূর্ববঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়? কালীপ্রসন্ন ঘোষ
31. আদি বাংলা ছন্দ কোনটি? পয়ার
32. ’চোরাবালি ‘ কাব্যগ্রন্থটি কার লেখা ? বিষ্ণু দে
33. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি ? মাহমুদা খাতুন
34. আশা- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট উপন্যাসের নায়িকা? চোখের বালি
35. “গণদেবতা” উপন্যাস কার লেখা? তারাশম্কর
36. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী
37. শাশ্বত বঙ্গ- গ্রন্থটির রচয়িতা কে? কাজী আবদুল ওদুদ
38. কাজী নজরুল ইসলামের মোট কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়? ৫টি
39. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত
40. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন? চণ্ডীদাস
41. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্ত
42. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়
43. টপ্পা গনের জনক কে? নিধু বাবু
44. কাকে কবি কন্ঠহার বলা হয়? বিদ্যাপতি
45. পদাবলী-র প্রথম কবি কে? চণ্ডীদাস
46. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
47. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউণ্ডুলের আত্মকাহিনী
48. পদ বা পদাবলী বলতে কী বুঝায়? পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
49. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন? মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
50. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ? মরুভাস্কর
51. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে? আহমদ শরীফ
52. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
53. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল
54. ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন- শাহ মুহম্মদ সগীর
55. কখনো উপন্যাস লেখেন নি- সুধীন্দ্রনাথ দত্ত
56. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা- আখতারুজ্জামান ইলিয়াস
57. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে- ঈশ্বরী পাটনী
58. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ- হ ম
59. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে- কল্যাণীয়েষু
60. পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ
61. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন- শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
62. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন- স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
63. প্রাতঃরাশ-এর সন্ধি- প্রাতঃ + আশ
64. রামগরুড়ের ছানা- কথাটির অর্থ- গোমড়ামুখো লোক
65. বামেতর- শব্দটির অর্থ- ডান
66. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন- অশোক মুখোপাধ্যায়

সংগৃহিতঃ-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    246 Views
    by shihab
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    198 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]