Page 1 of 1

বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর উপর গুরুত্বপূর্ণ ১০০টি নৈর্ব্যক্তিক :পর্ব ০২

Posted: Wed Sep 11, 2019 5:22 pm
by shanta
১০১) চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ গ

১০২) 'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?
ক. ড. দীনেশ চন্দ্র সেন
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুকুমার সেন
উত্তরঃ খ

১০৩) ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক. সনাতন হিন্দু
খ. সহজিয়া বৌদ্ধ
গ. জৈন
ঘ. হরিজন
উত্তরঃ খ

১০৪) বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ খ

১০৫) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক

১০৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ মতে প্রাচীনতম চর্যাকার কে?
ক. ভূসুকুপা
খ. সরহপা
গ. শবরপা
ঘ. কাহ্নপা
উত্তরঃ গ

১০৭) শবর পা কে ছিলেন?
ক. আদি সিদ্ধাচার্য
খ. চর্যাকর
গ. শবরীর পতি
ঘ. হস্তীবিশারদ
উত্তরঃ খ

১০৮) মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

১০৯) বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?
ক. চন্দ্রাবতীকে
খ. লুইপাকে
গ. শ্রীচৈতন্যদেবকে
ঘ. শ্রীকৃষ্ণকে
উত্তরঃ গ

১১০) কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. ডাকার্ণব
ঘ. মুনিদত্ত
উত্তরঃ ঘ

১১১) বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক--
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ

১১২) রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
ক. ১৯১০ - ১৯৫০
খ. ১৯০১ - ১৯২১
গ. ১৯০১ - ১৯৪০
ঘ. ১৯০১ - ১৯৩০
উত্তরঃ গ

১১৩) চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয়-
ক. কাহিনীকাব্য
খ. গীতিকাব্য
গ. বৌদ্ধধর্মের দোঁহা
ঘ. পূজা-অর্চনার রীতি
উত্তরঃ গ

১১৪) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. অশোক লিপি
ঘ. প্রকৃত লিপি
উত্তরঃ খ

১১৫) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকালঃ
ক. ৬০০ - ৮০০ খ্রিস্টাব্দ
খ. ৬০০ - ১০০০ খ্রিস্টাব্দ
গ. ৮০০ - ১২০০ খ্রিস্টাব্দ
ঘ. ৬৫০ - ১২০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ

১১৬) চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছে?
ক. আর্য ভাষা
খ. প্রকৃত ভাষা
গ. পালি ভাষা
ঘ. সন্ধ্যা ভাষা
উত্তরঃ ঘ

১১৭) চর্যাগীতি আবিষ্কার করেন-
ক. দীনেশচন্দ্র সেন
খ. মহাকবি বাল্মিকী
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ ঘ

১১৮) চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?
ক. তিব্বত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ

১১৯) বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
ক. এক হাজার
খ. দু হাজার
গ. তিন হাজার
ঘ. চার হাজার
উত্তরঃ ক

১২০) চর্যাপদের রচনার উদ্দেশ্য--
ক. সাহিত্য চর্চা
খ. ধর্মচর্চা
গ. সঙ্গীত চর্চা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১২১) চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
ক. আট
খ. চৌদ্দ
গ. বারো
ঘ. দশ
উত্তরঃ ঘ

১২২) চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুনিদত্ত
গ. সুনীতিকুমার
ঘ. ড. শহীদুল্লাহ
উত্তরঃ খ

১২৩) ‘খনার বচন’ কি সংক্রান্ত?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তরঃ ক

১২৪) হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
ক. লুই পা
খ. কাহ্ন পা
গ. ভুসুক পা
ঘ. টেন্টন পা
উত্তরঃ ক

১২৫) বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
ক. মহাযানী
খ. সহজযানী
গ. হীন যানী
ঘ. বজ্রযানী
উত্তরঃ খ
নোট®রমজান®

১২৬) প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিলঃ
ক. ধর্মীয় চেতনার
খ. রূপকথার
গ. উপকথার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

১২৭) চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
ক. চীন
খ. নেপাল
গ. মিয়ানমার
ঘ. ভারত
উত্তরঃ খ

১২৮) বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়?
ক. আসামে
খ. সোনারগাঁয়ে
গ. পশ্চিমবঙ্গে
ঘ. নেপালে
উত্তরঃ ঘ

১২৯) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
ক. সপ্তম থেকে দ্বাদশ
খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
গ. নবম থেকে চতুর্দশ শতক
ঘ. দশম থেকে চতুর্দশ শতক
উত্তরঃ ক

১৩০) বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
ক. ডক্টর মুহম্মদ শহীদুললাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রাসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ

১৩১) বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
ক. শূণ্য পুরাণ
খ. নিরঞ্জনের রুষ্মা
গ. সেক শুভোদয়া
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৩২) প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ
ক. উপকথা
খ. রূপকথা
গ. পুঁথি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১৩৩) গদ্য-পদ্য মিলিয়ে 'সেক শুভোদয়া' গ্রন্থে অধ্যায় আছে--
ক. ১২ টি
খ. ১৪ টি
গ. ১৭ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ ঘ

১৩৪) কাহ্নপা বিরচিত পদের সংখ্যা কত?
ক. ২টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ১৩টি
উত্তরঃ ঘ

১৩৫) চর্যাপদ প্রথম প্রকাশিত হয়--
ক. নেপাল থেকে
খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ

১৩৬) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
ক. বেদ
খ. শূন্যপূরাণ
গ. মঙ্গল কাব্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৩৭) হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
ক. চর্যাপদাবলি
খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. চর্যাগীতিকা
উত্তরঃ খ

১৩৮) চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
ক. আরকান রাজগ্রন্থাগার থেকে
খ. বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
গ. নেপালের রাজগ্রন্থশালা
ঘ. সুদূর চীন দেশ থেকে
উত্তরঃ গ

১৩৯) চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ ঘ

১৪০) চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
ক. নেপালের প্রাচীন কথ্য ভাষা
খ. পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা
গ. পূর্ব বাংলার প্রাচীন কথ্য ভাষা
ঘ. ত্রিপিটকের ভাষা
উত্তরঃ খ

১৪১) বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ক. নিরঞ্জনের রুষ্মা
খ. দোহাকোষ
গ. গুপিচন্দ্রের সন্ন্যাস
ঘ. ময়নামতির গান
উত্তরঃ খ

১৪২) প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
ক. ১৯
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭
উত্তরঃ খ

১৪৩) বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত--
ক. ১৩৫১ সাল থেকে
খ. ১৬০১ সাল থেকে
গ. ১৭০১ সাল থেকে
ঘ. ১৮০১ সাল থেকে
উত্তরঃ ঘ

১৪৪) বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি
ক. কাব্য
খ. প্রহসন
গ. ছোটগল্প
ঘ. ছন্দ
উত্তরঃ ক

১৪৫) বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
ক. পুঁথি সাহিত্য
খ. খনার বচন
গ. নাথ সাহিত্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৪৬) ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

১৪৭) আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ

১৪৮) হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ

১৪৯) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৫০) বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ
-----নোট রমজান

১৫১) ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
ক. রত্নসেন ও পদ্মাবতী
খ. মরদান ও পদ্মাবতী
গ. সাধন ও পদ্মাবতী
ঘ. অসীম ও পদ্মাবতী
উত্তরঃ ক

১৫২) কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন
খ. সাধন
গ. সাবিরিদ খান
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ

১৫৩) চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

১৫৪) ভীম সেনের 'গোরক্ষবিজয়' কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ

১৫৫) বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ

১৫৬) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ

১৫৭) 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ

১৫৮) মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক

১৫৯) চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ

১৬০) কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক

১৬১) কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

১৬২) নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী
উত্তরঃ ক

১৬৩) ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক

১৬৪) বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ

১৬৫) 'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ

১৬৬) মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

১৬৭) 'টপ্পা' কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

১৬৮) ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ

১৬৯) বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?
ক. কানাহরি দত্ত
খ. নারায়ণ দেব
গ. বিজয়গুপ্ত
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ গ

১৭০) ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ

১৭১) পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক

১৭২) Ballad কি?
ক. লোকগীতি
খ. লোকগাথা
গ. গীতিকা
ঘ. গাথা
উত্তরঃ গ

১৭৩) বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস’ কত জন?
ক. ৩ জন
খ. ২ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ ক
(মতান্তরে ৪ জন)

১৭৪) দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. দৌলত কাজী
ঘ. গোঁজলা গুই
উত্তরঃ খ

১৭৫) বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে কি বলা হয়?
ক. ফেয়ারি টেলস
খ. ব্যালাড
গ. ফক লোর
ঘ. ক্লাসিক রাজার গান
উত্তরঃ খ
___রমজান____

১৭৬) শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী ক'টি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ খ
(কৃষ্ণ>রাধা>বড়াই)

১৭৭) ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করেন?
ক. মনসামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. অন্নদামঙ্গল
ঘ. সারদামঙ্গল
উত্তরঃ গ

১৭৮) কোন কবি হোসেন শাহের পৃষ্ঠ পোষকতায় কাব্য রচনা করেন?
ক. রাম নিধিগুপ্ত
খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরঃ খ

১৭৯) মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
ক. পয়ার ছন্দ
খ. স্বরবৃত্ত ছন্দ
গ. মুক্তক ছন্দ
ঘ. গৈরিশ ছন্দ
উত্তরঃ ক

১৮০) গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন?
ক. প্রায় পাঁচশত
খ. প্রায় ছয়শত
গ. প্রায় সাতশত
ঘ. প্রায় আটশত
উত্তরঃ গ

১৮১) ‘শ্রীকৃষ্ণ বিজয়’ এর রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিজয়গুপ্ত
ঘ. মালাধর বসু
উত্তরঃ ঘ

১৮২) কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থের নাম কি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. মনসামঙ্গল
গ. পদ্মপুরাণ
ঘ. মনসাবিজয়
উত্তরঃ খ

১৮৩) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
ক. শাহ মুহম্মদ সাগীর
খ. আলাওল
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক

১৮৪) মহুয়া পালার নদের চাঁদ কোন এলাকার জমিদার-পুত্র ছিলেন?
ক. বামনকান্দার
খ. ময়মনসিংহের
গ. ভুবন ডাঙ্গার
ঘ. পূর্ববঙ্গের
উত্তরঃ ক

১৮৫) বাংলা সাহিত্যে অন্ধকার যুগ
ক. সেন শাসনামল
খ. মুঘল শাসনামল
গ. পাল শাসনামল
ঘ. ইংরেজ শাসনামল
উত্তরঃ ক(তুর্কিদের সময়-১২০১-১৩৫০)

১৮৬) সাবিরিদ খান কোন জেলার অধিবাসী ছিলেন?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. সিলেট
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ

১৮৭) Folk-talk বলতে কি বোঝানো হয়-
ক. ছড়া
খ. ধাঁধা
গ. রূপকথা
ঘ. কথা
উত্তরঃ ঘ

১৮৮) কোন ধরনের কাব্যকে 'জঙ্গনামা' বলা হয়?
ক. নীতি কাব্য
খ. প্রণয় কাব্য
গ. শোকগাঁথা
ঘ. যুদ্ধকাব্য
উত্তরঃ ঘ

১৮৯) দেওয়ানা মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি?
ক. দেওয়ান সোনাফর
খ. দুলাল
গ. আলাল
ঘ. দস্যু কেনারাম
উত্তরঃ খ
(আলালের ছোট ভাই দুলাল,নায়িকা মদিনা, পালাটির লেখক মনসুর বয়াতি)

১৯০) কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়?
ক. ১৮০২-১৮০৩ সালে
খ. ১৮০৫-১৮০৬ সালে
গ. ১৮০৮-১৮০৯ সালে
ঘ. ১৮১১-১৮১২ সালে
উত্তরঃ ক

১৯১) পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. গিরিশ চন্দ্র সেন
গ. সৈয়দ আমির আলী
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ

১৯২) চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
ক. ভারতচন্দ্র
খ. মুকুন্দরাম
গ. মানিক দত্ত
ঘ. ঘনরাম চক্রবর্তী
উত্তরঃ খ

১৯৩) আনুমানিক কত শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
খ. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে
গ. তৃতীয় শতাব্দীতে
ঘ. চতুর্থ শতাব্দীতে
উত্তরঃ ক

১৯৪) 'টপ্পা' গানের জনক কে?
ক. এন্টনি ফিরিঙ্গি
খ. দাশরথি রায়
গ. ভোলা ময়রা
ঘ. নিধু বাবু
উত্তরঃ ঘ

১৯৫) 'সত্যপীর' গ্রন্থটি রচনা করেন?
ক. শুকুর মুহম্মদ
খ. শেখ ফয়জুল্লাহ
গ. ভীমদাস
ঘ. শ্যামদাস
উত্তরঃ খ

১৯৬) মনসামঙ্গলা কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. বিজয় গুপ্ত
গ. নারায়ণ দেব
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ খ

১৯৭) 'শ্রী কৃষ্ণকীর্তনের' রচয়িতা কে?
ক. জ্ঞান দাস
খ. দীন চণ্ডীদাস
গ. দীনহীন চণ্ডীদাস
ঘ. বড়ু চণ্ডীদাস
উত্তরঃ ঘ

১৯৮) দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. আলাওল
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ খ

১৯৯) Ballad শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ইতালি
গ. ফারসি
ঘ. গ্রিক
উত্তরঃ গ

২০০) মনসামঙ্গলের কবি কে?
ক. বিজয় গুপ্ত
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ঘ
(কোন উত্তরে কনফিউজড কমেন্ট করুন)
নোট→Md. Ramjan