Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#1678
০১) ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী মোতাহার হোসেন
খ. আবুল হুসেন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদিও
উত্তরঃ গ

০২) ‘রেখাচিত্র’ কার রচনা?
ক. গোলাম মোস্তাফা
খ. আবুল ফজল
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. বদরুদ্দীন ওমর
উত্তরঃখ

০৩) ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. জীবনী
খ. আত্মজীবনী
গ. রম্যরচনা
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ খ

০৪) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ

০৫) ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ

০৬) কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডোমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ

০৭) ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
ক. কথা নিয়ে সাহিত্য
খ. সাহিত্যের কথা
গ. নাটক ও আবৃত্তি
ঘ. ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ঘ

০৮) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ গ

০৯) ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

১০) বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক

১১) ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ

১২) মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ

১৩) বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক

১৪) ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক

১৫) বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক

১৬) পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ(বিভিন্ন বই অনুযায়ী)

১৭) সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক

১৮) বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ

১৯) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ

২০) কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ

২১) ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

২২) আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ

২৩) হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ

২৪) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

২৫) বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ

২৬) চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

২৭) বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ

২৮) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ

২৯) চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ

৩০) কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক

৩১) বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
ক. সংস্কৃত থেকে
খ. মাগধী প্রাকৃত থেকে
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
ঘ. শৌরসেনী থেকে
উত্তরঃ খ(সুনীতিকুমারের মতে)

৩২) ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
ক. ব্রক্ষা লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাক্ষী লিপি
ঘ. ব্রক্ষী লিপি
উত্তরঃ গ

৩৩) লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান--
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ খ

৩৪) বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তরঃ খ

৩৫) বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক. খ্রিস্টীয় অষ্টম শতক
খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ খ

৩৬) পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজী
গ. মান্দারিন
ঘ. আরবি
উত্তরঃ গ

৩৭) ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফরাসি
ঘ. উর্দু
উত্তরঃ ক

৩৮) কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?
ক. মহারাষ্ট্র ভাষাকে
খ. শৌরসেনী ভাষাকে
গ. মাগধী ভাষাকে
ঘ. মৈথিলী ভাষাকে
উত্তরঃ খ

৩৯) কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
ক. চন্দ্রগুপ্ত
খ. আলেকজান্ডার
গ. আশোক
ঘ. কণিষ্ক
উত্তরঃ গ

৪০) শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ. প্রথম বাংলা মুদ্রণ
গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ. প্রথম বাংলা স্কুল
উত্তরঃ খ

৪১) ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ

৪২) শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
ক. ১৭০০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ

৪৩) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তরঃ গ

৪৪) কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট বাবর
গ. সম্রাট আরঙ্গজেব
ঘ. সম্রাট অশোক
উত্তরঃ ঘ

৪৫) বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. দশম শতাব্দী
ঘ. নবম শতাব্দী
উত্তরঃ গ

৪৬) বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্ট
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ

৪৭) প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
ক. খ্রি.পূ. ১৫০০ - খ্রি.পূ. ৮০০
খ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ২০০
গ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ৬০০
ঘ. খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ

৪৮) বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ

৪৯) উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ

৫০) মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ

৫১) বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
ক. ভারতীয়
খ. অস্ট্রেলীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
(নোট রমজান)

৫২) চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
ক. ১৬৬৮
খ. ১৭৭৮
গ. ১৮৮৮
ঘ. ১৬৭৬
উত্তরঃ খ

৫৩) বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ

৫৪) ‘প্রাকৃত শব্দটির অর্থ ----
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উত্তরঃ ঘ

৫৫) আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
খ. মধ্যভারতীয় আর্যভাষা
গ. নব্যভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ ক

৫৬) বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. রংপুরে
ঘ. যশোরে
উত্তরঃ গ

৫৭) পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?
ক. মৈথিলী বর্ণমালা
খ. বাংলা বর্ণমালা
গ. অসমীয়া বর্ণমালা
ঘ. উর্দু বর্ণমালা
উত্তরঃ খ

৫৮) ব্রজবুলি কী ধরনের ভাষা?
ক. হিন্দু ভাষা
খ. ব্রজের ভাষা
গ. উর্দু ভাষা
ঘ. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
উত্তরঃ ঘ

৫৯) কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. গৌড় অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ খ

৬০) ভারতীয় মৌলিক লিপি কোনটি?
ক. ব্রাক্ষী
খ. কুটীল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তরঃ ক

৬১) খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
ক. রাজেন্দ্রলাল মিত্র
খ. সম্রাট কনিষ্ক
গ. পাণিনি
ঘ. শীলভদ্র
উত্তরঃ গ

৬২) কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ

৬৩) বাংলা ভাষার বয়স প্রায় কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক

৬৪) কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক

৬৫) বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ

৬৬) কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক

৬৭) প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ

৬৮) বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
ক. গুপ্ত আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. পাঠান আমলে
উত্তরঃ গ

৬৯) বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ

৭০) চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক. ১০ নং পদ
খ. ১৬ নং পদ
গ. ১৮ নং পদ
ঘ. ২৩ নং পদ
উত্তরঃ ঘ

৭১) বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. চেগুনপা
গ. লুইপা
ঘ. ভূসুকুপা
উত্তরঃ গ

৭২) নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ

৭৩) চর্যা শব্দের অর্থ কি?
ক. আচরণ
খ. প্রকৃত
গ. শুদ্ধ
ঘ. আচার
উত্তরঃ ক

৭৫) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
ক. মহাভারত
খ. রামায়ণ
গ. বঙ্গনামা
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

®®®®®রমজান®®®®

৭৬) বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

৭৭) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

৭৮) চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
ক. বৌদ্ধোধর্ম প্রচার
খ. কাহিনী বর্ণনা
গ. দেহতত্ত্ব
ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ

৭৯) কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. চর্যাপদ
খ. গীতগোবিন্দ
গ. পদার্বলী
ঘ. চৈতন্যজীবনী
উত্তরঃ ক

৮০) চর্যাপদের পদগুলো রচিত--
ক. অক্ষরবৃত্ত ছন্দে
খ. মাত্রাবৃত্ত ছন্দে
গ. স্বরবৃত্ত ছন্দে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

৮১) চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
ক. ৮০০ বছর
খ. ১০০০ বছর
গ. ১১০০ বছর
ঘ. ১২০০ বছর
উত্তরঃ খ

৮১) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক

৮১) 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক. লোক সাহিত্য
খ. ব্রজবুলি
গ. চর্যাপদ
ঘ. বৈষ্ণব গীতিকা
উত্তরঃ গ

৮২) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ ক

৮৩) কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. খিলজী আমলে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ ক

৮৪) চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ

৮৫) চর্যাপদ আবিস্কৃত হয়--
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ ক।

৮৬) অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
ক. ডাকার্ণব
খ. চর্যাপদ
গ. দোঁহাকোষ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ

৮৭) চর্যাপদ কোন সময়ের রচনা?
ক. ৬৫০-১২০০
খ. ৬৫০-৯০০
গ. ৯৫০-১২০০
ঘ. ৭৫০-১০০০
উত্তরঃ ক

৮৮) চর্যাপদ কতটি পদের সংকলন?
ক. সাড়ে ছেচল্লিশ
খ. একান্ন
গ. পঞ্চাশ
ঘ. আটচল্লিশ
উত্তরঃ খ

৮৯) চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
ক. ২৪ সংখ্যক
খ. ২৫ সংখ্যক
গ. ৪৮ সংখ্যক
ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ঘ

৯০) বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/
ক. কাহৃপা
খ. লুইপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ ঘ

৯১) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. পথের পাচালী
খ. বৈষ্ণব পদাবলী
গ. চর্যাপদ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

৯২) চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
ক. একান্নটি
খ. ছেচল্লিশটি
গ. সাড়ে ছেচল্লিশটি
ঘ. পঞ্চাশটি
উত্তরঃ গ

৯৩) ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
ক. চর্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোঁহাকোষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

৯৪) চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
ক. অসমীয়া
খ. উড়িয়া
গ. মৈথিলী
ঘ. কোল ভাষা
উত্তরঃ ঘ

৯৫) চর্যাপদ কোন ছন্দে লেখা ?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ খ

৯৬) সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহুপা
উত্তরঃ ঘ

৯৭) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ

৯৮) বাংলা সাহিত্যের মধ্যযুগের সময় কাল?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক

৯৯) কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ

১০০) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ

#_____রমজান_______
(কনফিউশন থাকলে বলবেন)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]