Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1383
২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান- স্পিকার

২৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে- ফ্রান্স

২৫. বাংলাদেশের প্রথম ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত-কক্সবাজার শহরের ঝাউতলায়

২৬. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত-পটুয়াখালীর লেবুখালীতে

২৭. ই- 8 পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে-৮টি পরিবেশ দুষণকারী দেশ

২৮. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়- ROM

২৯. ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথ এর সদস্য দেশ- মোজাম্বিক ও রুয়ান্ডা

৩০. টেকসই উন্নয়ন মাত্রা অর্জুন এর সময়কাল নিম্নের কোনটি-২০১৬ থেকে ২০৩০ সাল

৩১. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি- ময়মনসিংহ সিটি কর্পোরেশন

৩২. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়- এপ্রিল ০২

৩৩. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি- বাংলাদেশ-ভারত সীমান্ত

৩৪. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে-যুক্তরাষ্ট্র

৩৫. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য হয় - ডেনমার্ক ও যুক্তরাজ্য

৩৬. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে-১৯৯৮

৩৭. 2018 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন কোন দেশের নাগরিক-ক্রোয়েশিয়ার

৩৮. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি-পুণ্ড্র

৩৯. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের

৪০. 2018 সালের অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছে কে-উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার

৪১. কোন সময় কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে-২০২০ ও ২০২১

৪২. জাপান পাল হারবার আক্রমণ করে কবে-৭ ডিসেম্বর, ১৯৪১

৪৩. বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়- নাইট্রোজেন

৪৪. ইউয়ান কোন দেশের মুদ্রা-চীনের

৪৫. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত- ইতালি

৪৬. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-ক্যালসিয়াম অক্সালেট

৪৭. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ- চীন

collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]