Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1220
১. নিচের কোন বানান শুদ্ধ নয়?
- উর্দ্ধ
২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ
ধ্বনি?
- চ
৩. নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ
ব্যবহার হয়েছে?
- অনাবৃষ্টি
৪. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
- খণ্ডিত
৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস
কোনটি?
- ব + ন্ + ধ + ন্
৬. নিচের কোন শব্দে ণত্ব বিধি
অনুসারে “ণ” ব্যবহার হয়েছে?
- প্রবণ
৭. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
- একত্রিত
৮. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ
কোনটি?
- উত্তর
৯. পর্বত এর সমার্থক শব্দ কোনটি?
- নগ
১০. যে নারীর পতি নেই , পুত্রও নেই
এক কথায় কি বলে?
- অবীরা
১১. "বিপদে মোরে রক্ষা কর এ নহে
মোর প্রার্থনা" এটি কোন শ্রেণীর বাক্য?
-সরল বাক্য
১২. কোনটি নিত্য সমাস ?
- জলমাত্র
১৩. রাজার দুয়ারে হাতি বাধা,'দুয়ারে'' পদটি
কোন কারক?
- অধিকরণ
১৪. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- শিশু+ ষ্ণ
১৫. নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে
ব্যবহৃত হয়েছে?
- অতিশয্য
১৬. সচিব কোন ধরনের শব্দ?
- পারিভাষিক
১৭. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
- দ্বীপ+অয়ন
১৮. ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ কি?
- বিশেষভাবে বিশ্লেষণ
১৯. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন বাক্যটিতে
খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ-
— দ্বিকর্মক
২০. 'সে নাকি আসবে না' এ বাক্যে না
অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- সংশয়।
২১. A synonym of the word ‘Anguish’?
— Suffering
২২. My parents always stand --- my
decision.
— by
২৩. Despite his wealth, he remains —.
— humble
২৪. How did he come—this expensive
watch.
— to
২৫. An antonym of the word ‘Tedious’
is?
— Refreshing
২৬. Choose the correctly spelt word.
— Dilemma
২৭. He does not have —money to buy a computer.
— too
২৮. Which word is correctly spelt?
— Questionnaire
২৯. Students had better --- the schedule of the examination.
— Check
৩০. A synonym for the word
‘Impediment’ is?
— Barrier
৩১. A stitch in time —- nine.
— saves
৩২. What is the antonym of Apex?
— base
৩৩. Which one is singular number?
— Phenomenon
৩৪. The load is too heavy —-carry.
— to
৩৫. The teacher make the students --- hard.
— work
৩৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা
বিভাজ্য সংখ্যা কয়টি?
= ২২
৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? = ৫০%
৩৮. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি?
= ৩৪১
৩৯. কতগুলো ঘন্টা একত্রে বাজার পর
১০,১৫,২০ এবং ২৫ সেকেন্ড পরপর
বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ
পর একত্রে বাজবে?
= ৫মি.
৪০. কোন দ্রব্যের মূল্য৬% বৃদ্ধি
পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ
কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে
না?
= ৫.৬৬%
৪১. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই
মূলধন তিনগুণ হবে কত বছরে?
= ২০ বছর
৪২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান
বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির
যোগফল 12 হলে সংখ্যাটি কত?
= ৩৯
৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম।
এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এদিক কি
পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে।
= ৪ গ্রাম
৪৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
= ১৩/১৭
৪৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন
করা সম্ভব?
= ৫,৬,৭
৪৬. ত্রিভুজ ABC এ AC2= AB2+BC2 হলে
∆ABC=?
= ৯০ ডিগ্রি
৪৭. (a+b)=১২, a-b=২ হলে 2ab=?
= ৭০
৪৮. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫
যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই
হয়, তাহলে সংখ্যাটি কত?
= ৭৫
৪৯. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট
হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
= ৮ বর্গফুট
৫০. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10
যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে-
= ৩৬
৫১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
— শেরে বাংলা এ কে ফজলুল হক
৫২. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে
মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
— চাঁদপুর জেলায়
৫৩. ইউনেস্কোর কততম সম্মেলনে
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস হিসেবে ঘোষণা করা হয়?
— ৩১তম
৫৪. ইরাটম কী?
— উন্নত জাতের ধান
৫৫. দ্য গল কোন দেশের প্রাচীন নাম?
— ফ্রান্স
৫৬. Fair Fax কি?
— গোয়েন্দা সংস্থা
৫৭. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
— মিশর
৫৮. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন?
— শনিবার
৫৯. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
— লাইবেরিয়া
৬০. মীনা দিবস পালন করা হয় কবে?
— ২৪ সেপ্টেম্বর
৬১. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে
প্রতিষ্ঠিত হয়?
— ১৯১৯ সালে
৬২. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে –
— রক্তের Platelet (প্লাটিলেট) কমে যায়
৬৩. মায়ের দুধে গরুর দুধের চাইতে
কোন উপাদান বেশি থাকে?
— মিনারেলস
৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
— ৬টি
৬৫. জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি
প্রতিষেধক টিকা দেয়া হয়?
— ৬ টি
(ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা,
পোলিও এবং হাম)
৬৬. একজন সাধারন মানুষের দেহে মোট
কত টুকরা হাড় থাকে?
— ২০৬
৬৭. যশোর জেলার প্রাচীন কোন
জনপদের অন্তর্ভুক্ত ছিল- প্রশ্নে ভুল
আছে (সঠিক উত্তর বঙ্গ )
৬৮. রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল?
— আরাকান
৬৯. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে
অবস্থিত?
— ইস্তাম্বুল
৭০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা
কে?
— প্রশ্নেভুল (মোনায়েম সরকার) । যদি
বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা
উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন ।

সংগৃহিতঃ- Raisul Islam Hridoy
Khairul1218 liked this
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    59 Views
    by zahangir
    0 Replies 
    18 Views
    by bdchakriDesk
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    354 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]